সেলফি প্রেমীদের জন্য সুখবর। একটা নয়, দু দু'টি সেলফি ক্যামেরা নিয়ে বাজারে আসল ভিভো V5 এবং V5 প্লাস। এই ক্যামেরা দ্বয়ের মধ্যে একটি আবার ২০ মেগাপিক্সেল। ভারতের বাজারে আত্মপ্রকাশ করল ভিভো V5। খুব শীঘ্রই আসছে ভিভো V5 প্লাস। ভারতের মোবাইল বাজারে V3'র আকাশছোঁয়া সাফল্যের পরই V5 এবং V5 প্লাস লঞ্চ করলো ভিভো।
আরও দেখুন : হোয়াটসঅ্যাপ সব ব্যবহারকারীদের জন্য চালু করলো ভিডিও কলিং ফিচার
17,980 টাকা মূল্যের এই ফোন কিনতে হলে ১৬ থেকে ২৫ নভেম্বরের মধ্যে উপভোক্তাকে তা অর্ডার করতে হবে। ফোনটির ওজন 154 গ্রাম। আইফোনে যে গরিলা গ্লাস ব্যবহার করা হয় সেই গ্লাসই ব্যবহার করা হয়েছে এই ফোনে, দাবি মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো'র। ডুয়াল ক্যামেরার মতই এই ফোনে থাকছে ডুয়াল সিম ব্যবহার করার অপশন। বাড়ছে র্যামও। 4GB র্যামের সঙ্গে মেমরি স্টোরেজ থাকছে 32GB। এই ফোন 4G পরিষেবা সাপোর্ট করবে।
ভিভো V5 সেলফি ক্যামেরা 20 মেগাপিক্সেল। ভিভো V5 প্লাসে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। LED ফ্ল্যাশ এর সঙ্গে। এছাড়া এই স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক MT6750 প্রসেসর যার ক্লক স্পিড 1.5GHz। V5 স্মার্টফোনে একটি 13MP রিয়ার ক্যামেরা সিঙ্গল LED ফ্ল্যাশ এর সঙ্গে দেওয়া হয়েছে এবং এর ফ্রন্ট ক্যামেরা 20MP দেওয়া LED ফ্ল্যাশ।
ফোন একটি 3000mAh ক্ষমতা ব্যাটারি দেওয়া হয়েছে এবং ফোনের হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত রয়েছে. সঙ্গে একটি 5.5 ইঞ্চি এইচডি ডিসপ্লে দেওয়া।
আরও দেখুন : এবার অ্যাপ এর মাধ্যমে জানুন কোন ATM-এ টাকা আছে আর কোন ATM-এ টাকা নেই
আরও দেখুন : রিলায়েন্স Jio শীঘ্রই ভারতের চালু করবে, 1500 টাকায় 4G VoLTE ফিচার ফোন