VIVO IQOO NEO র নতুন ভেরিয়েন্টে স্ন্যাপড্র্যাগন 855+ য়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে

VIVO IQOO NEO র নতুন ভেরিয়েন্টে স্ন্যাপড্র্যাগন 855+ য়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে
HIGHLIGHTS

স্ন্যাপড্র্যাগন 855+ যুক্ত ফোন

V1936AL মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে

ভিভো গেমিং ফোনের জন্য তাদের নতুন iQOO সিরিজের সব থেকে বেশি ফোন এনেছে। আর কোম্পানির Vivo iQOO Neo 855 ফোনের লেটেস্ট মডেল তাড়াতাড়ি লঞ্চ করা হতে পারে। আর সম্প্রতি এই ফোনটি বেঞ্চমার্ক সাইটে ডাটাবেসে V1936AL মডেল নাম্বারের সঙ্গে নতুন ভেরিয়েন্ট দেখা গেছে।

vivo iQOO Neo মডেলকে V1936A/V1936T মডেল নাম্বারের সঙ্গে কয়েকমাস আগে দেখা গেছিল। আর এই ফোনটির আসল মডেলে স্ন্যাপড্র্যাগন আর পরবর্তী ফোনটি 855 য়ের সঙ্গে লঞ্চ করা হয়েছিল। আর এবার নতুন ফোনে থাকবে স্ন্যাপড্র্যাগন 855+ চিপসেট ফোনে থাকতে পারে।

Vivo V1936AL ফোনটিকে প্রথমে TENAA তে দেখা যেতে পারে। আর সার্টিফিকেশান সাইটে জানা গেছে যে এই ডিভাইসে  iQOO Neo 855য়ের পরবর্তী ডিজাইন দেখা যাবে।

আর এই iQOO Neo 855 ফোনটি অক্টোবরে 1998 yuan ($283) দামে লঞ্চ করা হয়েছিল। আর চিনে এই ডিভাইসের  vivo iQOO Neo 855 ‘Flying Horse of Gansu’ এডিশান ও আছে। আর এর সঙ্গে এও আশা করা হচ্ছে যে স্ন্যাপড্র্যাগন 855+ ভার্সান নাম্বারের সঙ্গে 8GB র‍্যাম আর 256GB স্টোরেজে লঞ্চ করা হতে পারে আর এর সঙ্গে গ্রাহকদের 512GB র স্টোরেজ অপশানও দেওয়া হতে পারে।

আমরা যদি ফোনের স্পেক্সের বিষয়ে দেখি তবে iQOO Neo ফোনে 6.38 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে আছে। আর এই ফোনের চিনের দিকে একটি ফিঙ্গার ফ্রিন্ট সেন্সার আছে। আর এই ফোনটি স্ন্যাপড্র্যাগন 845SoC র সঙ্গে এসেছে। আর এই ফোনে আপনারা 8GB র‍্যামের সঙ্গে 128GB পর্যন্ত স্টোরেজ পাবেন। আর এই ফোনে আছে গেম প্রেমীদের জন্য 4D Game Shock 2.0 টেকনলজি। আর এর সঙ্গে গেমিংয়ের সময়ে আপনারা ব্রাইটনেশের মাধ্যমে ভাল গেমিং অভিজ্ঞতা পাবেন। আর এই ফোনে এর সঙ্গে লিকুইড কুলিং টেকনলজি আছে।

ভায়াঃ

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo