VIVO IQOO NEO র নতুন ভেরিয়েন্ট TENAA তে দেখা গেছে

VIVO IQOO NEO র নতুন ভেরিয়েন্ট TENAA তে দেখা গেছে
HIGHLIGHTS

ফোনে অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসার থাকতে পারে

ফোনটি দুটি র‍্যামে লঞ্চ হয়েছে

সম্প্রতি Vivo iQOO Neo ফোনের নতুন একটি ভেরিয়েন্ট আসতে পারে। এই নতুন ভেরিয়েন্টটি 4GB র‍্যাম যুক্ত আর এই ফোনটি চিনের সার্টিফিকেশান সাইট TENAA তে লিস্ট করা হয়েছে। আর ভিভো এই নতুন vivo iQOO Neo ফোনটি এই মাসে লঞ্চ করেছিল। কোম্পানি এই ফোনটি দুটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছিল যা 6GB র‍্যাম আর 8GB র‍্যামের ফোন। আর এই লিস্টিং থেকে এবার ফোনের 4GB র‍্যাম ভেরিয়েন্ট আশার বিষয়ে জানা গেছে।

Vivo iQoo Neo র দাম

vivo iQOO Neo স্মার্টফোনটি চিনে কার্বোন ব্ল্যাক আর ইলেক্ট্রো অপ্টিক ভাইওলেট কালারে লঞ্চ করা হয়েছে। আর চিনে vivo iQOO Neo ফোনটির দাম RMB 1,798 বলা হয়েছে আর এটি প্রায় 18,000 টাকা দামের আর এই ফোনে আপনারা 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন। আর এই ফোনটি 6GB র‍্যাম আর 128GB , 8GB র‍্যাম 64GB আর 8GB র‍্যাম 128GB স্টোরেজে পাওয়া যাবে। আর এই ফোনের দাম যথাক্রমে RMB 1,998 মানে প্রায় 20,000 টাকা RMB 2,098 মানে 21,000 টাকা আর RMB 2,298 মানে প্রায় 23,000 টাকা রাখা হয়েছে।

Vivo iQoo Neo ফোনের স্পেসিফিকেশান

Vivo iQOO Neo ফোনে আপনারা একটি 6.38 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে পাবেন আর এই ফোনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। আর এই ফোনে স্ন্যাপড্র্যাগন 845 SoC আছে। আর এই ফোনে আপনারা একটি 8GB র‍্যামের ফোনপ পাবেন। আর এই ফোনে 4D গেম শকজ 2.0 প্রযুক্তি দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা লিকুইড কুলিং প্রযুক্তি পাবেন।

আর এর সঙ্গে এই ফোনে গেমারদের জন্য AI Turbo, Center Turbo, Net turbo, Cooling Turboআর গেম টার্বোর মতন ফিচার্স আছে। আর ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা ট্রিপেল ক্যামেরা সেটআপ পাবেন আর এই ফোনে 12মেগাপিক্সালের প্রাইমারি ক্যামেরা আর 8মেগাপিক্সালের সেকেন্ডারি ক্যামেরা সেন্সার আর 2 মেগাপিক্সালের তৃতীয় ক্যামেরা সেন্সার আছে। আর ফ্রন্টে এই ফোনে 12মেগাপিক্সালের ক্যামেরা আছে।

ফোনটিতে অ্যান্ড্রয়েড 9 পাই আছে। আর এই ফোনে ফান টাচ OS 9 দেওয়া হয়েছে। ফোনে আপনারা 4500 mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনে 22.5W ফাস্ট চার্জার আছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo