নতুন ভার্সানের এক সস্তার IQOO NEO তাড়াতাড়ি আসতে পারে

নতুন ভার্সানের এক সস্তার IQOO NEO তাড়াতাড়ি আসতে পারে
HIGHLIGHTS

নতুন ফোনটি স্ন্যাপড্র্যাগন 855 SoC র সঙ্গে আসবে

ফোনে 4500mAh য়ের ব্যাটারি থাকতে পারে

ভিভো তাদের iQOO ব্র্যান্ডের Vivo iQOO  স্মার্টফোন লঞ্চ করার শুরু করেছে আর এটি একটি গেমিং ব্র্যান্ড হিসাবে এসেছে যা তাড়াতাড়ি আসবে। আর এই ফনে স্ন্যাপড্র্যাগন 845 চিপসেট থাকবে আর এই ফোনটি iQOO Neo নামে আসতে পারে। আর রিপোর্ট অনুসারে এই ফোনটিতে আপনারা iQOO Neর থেকে কম দামে আনতে পারে।

সম্প্রতি একটি ওয়েবো পোস্টে জানা গেছে যে SD845 মডেলের একটি আপগ্রেটেড ভার্সান বেশি শক্তিশালী ফিচার্সের সঙ্গে আসবে। আর টিপস্টার অনুসারে স্ন্যাপড্র্যাগন 845 য়ের সঙ্গে কোম্পানি স্ন্যাপড্র্যাগন 855 SoC পেতে পারে। আর আপকামিং ফোনে আপনারা 22.5W ফাস্ট চার্জিং পাবেন যা 33W র‍্যাপড চার্জারের সঙ্গে আসবে। আর এই ফনেয়া আপনারা OLED স্ক্রিন আর ওয়াটার ড্রপ নচ পাবেন। আর গুজব অনুসারে এতে 4,500mAh য়ের ব্যাটারি থাকতে পারে।

iQOO Neo বেশ কিছু হাই এন্ড মডেলের দাম 2,298 Yuan তাতে কাছে 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ। আর এর 6GB র‍্যাম আর 128GB স্টোরজের মডেলের দাম 2,698 Yuan করা হয়েছে। আর এই ফোনটি কোম্পানি কবে লঞ্চ করবে তা এখনও জানা জায়নি।

Digit.in
Logo
Digit.in
Logo