Vivo তাদের APEX 2019 ফোনটি 24 জানুয়ারি লঞ্চ করতে পারে আর আশা করা হচ্ছে যে এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যান 845 থাকতে পারে
বৈশিষ্ট্য
24 জানুয়ারি APEX 2019 ফোনটি লঞ্চ হতে পারে
এই ডিভাইসে ওয়াটার ড্রপ নচ থাকতে পারে
নতুন Vivo APEX স্মার্টফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 থাকতে পারে
Vivo APEX স্মার্টফোনটি Vivo র প্রথম ফোন হবে যা নচ ডিসপ্লে, বেজেল-লেস ডিজাইনের সঙ্গে আসতে পারে আর এবার লিক হওয়া প্রেস ইনভিটেশান অনুসারে কোম্পানির নতুন ফিচার্স আর স্পেক্সের সঙ্গে তাদের Vivo APEX 2019 ফোনটি লঞ্চ করতে পারে। লিক পোস্টার অনুসারে কোম্পানি 24 জানুয়ারি Vivo APEX 2019 ফোনটি লঞ্চ করতে পারে। এই স্মার্টফোনটি “ওয়াটার ড্রপ” নচ কোড নেম যুক্ত আর যা ওয়াটার ড্রপ ডিসপ্লের সঙ্গে আসবে।
লঞ্চ ইভেন্টের পোস্টারে দেখা গেছে যে রিপাল ডিজাইন আর তাই বলা হচ্ছে যে এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সার থাকতে পারে যা এর আগের APEX স্মার্টফোনের তুলনায় বড় সেন্সার। অরিজিনাল APEX স্মার্টফোনটির তুলনা Vivo AOEX 2019 ফোনটি হাই স্ক্রিন টু বডি রেশিও আর এটি প্রায় সম্পূর্ণ বেজেল লেস ডিজাইনের ফোন হতে পারে।
Vivo APEX 2019 ফোনটির আনুমানিক স্পেসিফিকেশান
Vivo APEX 2019 ফোনটিতে 6.4 ইঞ্চি বা 6.5 ইঞ্চির OLED ডিসপ্লে থাকার সম্ভাবনা আছে যা FHD+ রেজিলিউশানের সঙ্গে আসবে আর এর স্ক্রিন টু বডি রেশিও 90% হতে পারে। আর এই স্মার্টফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 SoC, 6GB র্যাম আর 64GB স্টোরেজ থাকতে পারে।
আর এই ডিভাইসের ক্যামেরার বিষয়ে এখনও কিছু জানা যায়নি। 2018 সালের ট্রেন্ড অনুসারে এই ফোনে ডুয়াল বা ট্রিপাল ক্যামেরা থাকতে পারে। আর সঙ্গে হয়ত একটি টেলিফটো বা সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে।
Vivo APEX 2019 ফোনটিতে 4000mAH য়ের Li-ion ব্যাটারি থাকতে পারে যা USB টাইপ C পোর্টের মাধ্যমে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে আর এই ফোনে ডেডিকেটেড 3.5mm হেডফোন জুয়াক থাকতে পারে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও বা অ্যান্ড্রয়েড 9 পাইয়ের কাস্টম ফানটাচ OS য়ে লঞ্চ করা হতে পারে।
আর এই স্মার্টফোনটির দামের বিষয়ে যদি বলি তবে এই ফোনের দামের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। Vivo APEX 2018 ফোনটির দাম দেখে APEX 2019 3500 Yuan (প্রায় 36,000 টাকা) পর্যন্ত দাম হতে পারে।