VIVO অ্যান্ড্রয়েড 10 য়ের নতুন আপডেট শিডিউক্ল করেছে

Updated on 09-Mar-2020
HIGHLIGHTS

Vivo ফেব্রুয়ারির প্রথমে FunTouch OS 10 নির্ভর 10 আপগ্রেটেড বিটাতে পরীক্ষার করা শুরু হয়েছে

আর COVID-19 ভাইরাসের জন্য আপডেট আসতে দেরি হয়েছে

ভিভো ফেব্রুয়ারির প্রথমে FunTouch OS 10 নির্ভর অ্যান্ড্রয়েড 10 য়ের আপগ্রেট বিটা ভার্সান পরীক্ষা করা শুরু করেছিল। আর COVID-19 করোনাভাইরাসের জন্য আপডেট আসতে দেরি হয়েছে। 17 ফেব্রুয়ারি কোম্পানি এই বিষয়ে ডিটেলসে জানিয়েছিল। চিনের বাজারে অ্যান্ড্রয়েড 10 য়ের আপডেট শিডিউল করা হয়েছে।

অ্যান্ড্রয়েড 10 অ্যাপে সব বিটার নতুন ফান্টাচ OS 10 হিসাবে এসেছে যা ডিসেম্ব্র 2019 য়ে বানানো হয়েছিল। আর এটি এর আগের ভিভো NEX 3 আর ভিভৈ NEX 3 5G ফোনের গ্রাহকদের জন্য 14 মার্চ দেওয়া হবে। আর এটি প্রথম 4,000 গ্রাহকদের জন্য এটি রেজিস্টার করা হয়েছে। আর এটি সব বিটার সঙ্গে এসেছে। ভিভো চিনে Vivo X30 আর X30 Pro ফোনে ফানটাচ OS 10নির্ভর অ্যান্ড্রয়েড 9 য়ের সঙ্গে লঞ্চ করা হয়েছিল। অ্যান্ড্রয়েড 10 রোল আউট করা হয়েছে যা X30 সিরিজের অ্যান্ড্রয়েড 10 আপডেট কবে পাবেন।

Vivo X, X27 (8GB+128Gb) x 27 Pro র গ্রাহকরকা মার্চ মাসের মধ্যে এই বিটা ভার্সান পাবেন। Vivo NEX S, NEX A, NEX-A ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর NEX ডুয়াল ডিসপ্লের গ্রাহকরা এটি এপ্রিলের মধ্যে পাবেন।

Vivo S5 এপ্রিলের মাঝামাঝি করে আপডেট পাচ্ছে। আর এপ্রিলের শেষে ভিভো Z 5, Z5 আই, Z 5 X, S1, S1 Pro র মতন আপডেট হিটিং হ্যান্ডসেট দেখা যাবে। আর আপডেট জুনের শেষে Vivo Z3, Z3iআর X23 র মতন ফোনে আসবে।

আর এখানে বলা ভিভো ডিভাইস একমাত্র ফোন যা ফানটাচ OS 10 নির্ভর অ্যান্ড্রয়েড 10 আপডেট পাবে। আন্তর্জাতিক বাজারে ভিভো ফোনের গ্রাহকদের জন্য অ্যান্ড্রয়েড 10 আপডেট আসবে যা চিনের মডেলের আপডেটের সঙ্গে আসবে বলে মনে করা হচ্ছে।

ভায়াঃ

Connect On :