ভিভা V1 ফিচারফোনটি 349 টাকায় লঞ্চ হল

ভিভা V1 ফিচারফোনটি 349 টাকায় লঞ্চ হল
HIGHLIGHTS

ভারতে এই ফোনটি এক্সক্লিউশিভ ভাবে শপক্লুতে কিনতে পাওয়া যাবে

একটি নতুন ভারতীয় স্টার্টআপ কোম্পানি ভিবা তাদের ডেবিউ ফোন ভারতে লঞ্চ করে দিল। এটির নাম দেওয়া হয়েছে Viva V1। এটি বিশ্বের সব থেকে সস্তার ফোন বলে জানানো হয়েছে। এই ফোনটির দাম 349 টাকা।

ভারতে এই ফোনটি এক্সক্লিউশিভ ভাবে শপক্লুতে কিনতে পাওয়া যাবে। এই ফোনটি গত মাসে লঞ্চ হওয়া Detel D1 এর মতন দেখতে।

এই ফোনটির স্পেশিফিকেশান কেমন তা এবার দেখে নেওয়া যাক। এই ফোনটি 1.44-ইঞ্চির মোনোক্রোম ডিসপ্লে যুক্ত। এই ডিসপ্লেটির নিচে একটি নেগেভিশান প্যাড দেওয়া হয়েছে, আর এর সঙ্গে এতে সফট বটন, কনট্যাক্ট ডিসকন্ট্যাক্ট বটন আর T9 কিপ্যাড দেওয়া হয়েছে। এটি এফএম রেডিওর সঙ্গে আসে। আর এই ফোনটিতে জনপ্রিয় স্নেক গেম দেওয়া হয়েছে। এই ফোনটিতে একটি LED লাইট দেওয়া হয়েছে। যা এই ফোনটির টপে দেওয়া হয়েছে যা একটি টর্চের মতনও ব্যাবহার করা হয়।

এটি একটি সিঙ্গেল সিমের ফোন আর এর সঙ্গে এতে ফোন বুক আর এসএমএস স্টোরেজের জায়গা দেওয়া হয়েছে। কোম্পানির দাবি অনুসারে এই ফোনটির 650mAh এর ব্যাটারি একদিনের স্ট্যান্ডবাই টাইম দেয়।

এই ভারতে তৈরি ফোনটি এরমধ্যেই শপক্লুতে কিনতে পাওয়া যাচ্ছে। আর এই ইকমার্স ওয়েবসাইট এর মধ্যে এতে ৫ শতাংশের ক্যাশব্যাক অফার করছে ভোডাফোনের m-pesa ব্যবহারের ওপর। এটি সিঙ্গেল ব্ল্যাক আর অরেঞ্জ হুই কালারে পাওয়া যায়।

সোর্সঃ ইমেজ সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo