নতুন স্মার্টফোনটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ৫ ইঞ্চির স্ক্রিন ও ফ্ল্যাশ-যুক্ত ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা৷ এর ৩০০০mAh ব্যাটারিতে একটানা ৮ ঘণ্টা কথা বলা যাবে বলে দাবি প্রস্তুতকারক সংস্থার৷
গতমাসের কিউব 3 মডেলের পর এবার দেশের বাজারে আল্ট্রা ৫০ স্মার্টফোন নিয়ে এল ভিডিওকন৷ নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বিভিন্ন দোকান ও অনলাইনে হ্যান্ডসেটটির বিক্রি শুরু হবে৷ আপাতত সোনালি, ধূসর ও কালো-তিনটি রঙের মডেল মিলবে৷
নয়া স্মার্টফোনটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ৫ ইঞ্চির স্ক্রিন ও ফ্ল্যাশ-যুক্ত ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা৷ রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের৷ 4G সাপোর্টেড এই হ্যান্ডসেটটি ডুয়াল সিমের৷ এতে একটি ইনবিল্ট প্যানিক বোতাম রয়েছে৷ বিপদে পড়লে আঙুলের এক চাপেই আপনার বার্তা ও অবস্থান পৌঁছে যাবে আপনার প্রিয়জনের কাছে৷
এই হ্যান্ডসেটের আরেকটি মস্ত বড় সুবিধা হল এর ডুয়াল হোয়াটসঅ্যাপ ফিচার৷ একসঙ্গে, একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চলবে সমান্তরালভাবে, দাবি সংস্থার৷ পাশাপাশি, কোনও বোতাম টিপে নয়, স্রেফ আঙুলের সাহায্যে এঁকে বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানো যাবে৷ যেমন, ফোনটির স্ক্রিনে ‘M’ লিখলেই আপনার মিউজিক অ্যাপটি চলতে শুরু করে দেবে৷ ইউজারের তথ্যকে সুরক্ষার জন্য এই হ্যান্ডসেটে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷
বিস্তারিত স্পেসিফিকেশনের আলোচনায় আসা যাক৷ এর ৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে-র রেজোলিউশন ৭২০x১২৮০ পিক্সেল৷ ফোনের স্ক্রিনকে বাহ্যিক আঘাতের হাত থেকে রক্ষা করবে এর ড্রাগনট্রেইল গ্লাস প্রোটেকশন৷ মিডিয়াটেক কোয়াড-কোর প্রসেসরের সঙ্গে পেয়ার্ড ৩GB র্যাম৷ অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট বিশিষ্ট স্মার্টফোনটির ইন্টারনাল মেমোরি ৩২GB, এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ৬৪GB পর্যন্ত৷ এর ৩০০০mAh ব্যাটারিতে একটানা ৮ ঘণ্টা কথা বলা যাবে বলে দাবি প্রস্তুতকারক সংস্থার৷ আল্ট্রা ৫০ স্মার্টফোনটির দাম ৮,৯৯০ টাকা৷