এই ফোনটি কিনতে হলে কম করে Rs 10,000 এর ডাউন পেমেন্ট করতে হবে
লাগজারি ফোন ব্র্যান্ড Vertu নতুন লিমিটেড এডিশন ফিচার ফোন The Signature Cobra লঞ্চ করেছে। এই ফিচার ফোনটির দাম Rs 2.3 কোটি। এই ফোনটি কেনার জন্য কম করে Rs 10,000 এর ডাউন পেমেন্ট করতে হবে।
খবর অনুসারে কোম্পানি এই ফোনটি শুধু 8 ইউনিট বানিয়েছে। GizChina অনুসারে Vertu কোম্পানির হোম কান্ট্রি চায়নাতে এই ফোনটির মাত্র একটি ইউনিট পাওয়া যাবে। সেখানে সারা পৃথিবীতে এই ফোনটির মোট 8 ইউনিট কিনতে পাওয়া যাবে।
কোম্পানি দাবি করেছে যে এই ফিচার ফোনটিতে 439 রুবি লাগানো হয়েছে। এই ফোনটিকে ম্যানুয়েলি অ্যাসেম্বেল করা হয়েছে। এই ফোনটিকে জুয়েলারি ব্র্যান্ড Boucheron ডিজাইন করেছে।
আপনাদের বলেদি যে Vertu একটি লাগজারি ফোন তৈরির ব্র্যান্ড যা দামি স্মার্টফোন তৈরি করার জন্য পরিচিত।