Char Dham Yatra: কেদার-বদ্রীনাথ সহ এই তীর্থস্থানে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা, এই কাজ করলেই ব্যবস্থা নেবে সরকার!

Updated on 17-May-2024
HIGHLIGHTS

চারধাম যাত্রায় তীর্থযাত্রীদের জন্য বড় পদক্ষেপ নিল উত্তরাখণ্ড সরকার

কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী এবং গঙ্গোত্রী ধামের ২০০ মিটারের মধ্যে মোবাইল ব্যবহার করা যাবে না

সরকার এখন ভিআইপি (VIP) দর্শনের অনুমিত বন্ধ করেছে, যা 31 মে পর্যন্ত নিষিদ্ধ থাকবে

Char Dham Yatra Mobile Ban: চারধাম যাত্রায় তীর্থযাত্রীদের জন্য বড় পদক্ষেপ নিল উত্তরাখণ্ড সরকার। আপনি যদি চারধাম যাত্রা করতে যাচ্ছে, তাহলে অবশ্যই এই খবরটি আপনার জানা উচিত। কেদারনাথ (Kedarnath), বদ্রীনাথ (Badrinath), যমুনোত্রী (Yamunotri) এবং গঙ্গোত্রী (Gangotri) ধামের পুণ্যার্থীরা এবার থেকে ২০০ মিটারের মধ্যে মোবাইল ব্যবহার করতে পারবেন না।

এছাড়া, সরকার এখন ভিআইপি (VIP) দর্শনের অনুমিত বন্ধ করেছে, যা 31 মে পর্যন্ত নিষিদ্ধ থাকবে। বলে দি যে 10 মে থেকে শুরু হয়েছে এই পবিত্র ধাম যাত্রা। এখন পর্যন্ত লক্ষাধিক মানুষ দর্শনের জন্য পৌঁছাচ্ছেন চারধামে। তবে তাদের মধ্যে বিপুল সংখ্যক যুবক রয়েছে যারা সেখানে Instagram Reel তৈরি করতে আসছে।

প্রশাসন সেই কারণে চারধাম মন্দিরের কাছে 50 মিটার সীমানার মধ্যে কাউকে রিল তৈরি করতে দেওয়া হবে না বলে নির্দেশ জারি করেছে।

শুধু তাই নয়, কোনো যাত্রীকে এই এলাকায় ভিডিও করতে দেওয়া হবে না। যার মানে এখন ভিআইপি দর্শন এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে উত্তরাখণ্ড সরকার। বলে দি যে হরিদ্বার এবং ঋষিকেশে অফলাইন রেজিস্ট্রেশন 19 মে পর্যন্ত বন্ধ রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :