20 হাজার টাকার কম দামে এই সপ্তাহে বাজারে লঞ্চ হচ্ছে 3 দুর্দান্ত ফোন, থাকবে 108MP ক্যামেরা

20 হাজার টাকার কম দামে এই সপ্তাহে বাজারে লঞ্চ হচ্ছে 3 দুর্দান্ত ফোন, থাকবে 108MP ক্যামেরা
HIGHLIGHTS

ফেব্রুয়ারি মাসে এই সপ্তাহে একের পর এক লঞ্চ হতে চলেছে একাধিক দুর্দান্ত স্মার্টফোন

Infinix তার প্রথম 5G স্মার্টফোন Infinix Zero 5G লঞ্চ করতে চলেছে

তিনটি ফোনই 20 হাজার টাকার কম দামের হতে পারে

ফেব্রুয়ারি মাসে এই সপ্তাহে একের পর এক লঞ্চ হতে চলেছে একাধিক দুর্দান্ত স্মার্টফোন। যেখানে Infinix তার প্রথম 5G স্মার্টফোন Infinix Zero 5G লঞ্চ করতে চলেছে। পাশাপাশি, Vivo কোম্পানিও ভারতীয় বাজারে একটি নতুন 5G ফোন Vivo T1 5G লঞ্চ করতে চলেছে। এছাড়াও Redmi এই সপ্তাহে তাদের Redmi Note 11s স্মার্টফোনও লঞ্চ করতে চলেছে। বিশেষ বিষয় হল তিনটি ফোনই 20 হাজার টাকার কম দামের হতে পারে। চলুন জেনে নেওয়া যাক এি ফোনের লঞ্চের তারিখ এবং এই ডিভাইসগুলির ফিচার সম্পর্কে:

1. Redmi Note 11s (9 ফেব্রুয়ারি লঞ্চ হচ্ছে)

Redmi 33W ফাস্ট চার্জিং সহ নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ফোনে 6.43 ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট এবং MediaTek Helio G96 প্রসেসর দেওয়া যেতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। সেলফির জন্য এই ফোনে 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে 33W ফাস্ট চার্জিং সহ একটি 5000mAh ব্যাটারি রয়েছে।

2. Vivo T1 5G (9 ফেব্রুয়ারি লঞ্চ হবে)

শপিং ওয়েবসাইট Flipkart-এর মাধ্যমে এই ফোনের বিক্রি করা হবে। সম্প্রতি ফোনের লাইভ ইমেজ এবং ক্যামেরা স্যাম্পল ফাঁস হয়েছে। ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.58-ইঞ্চি FHD + LCD ডিসপ্লে, Qualcomm Snapdragon 695 প্রসেসর এবং 8GB পর্যন্ত RAM থাকবে। এতে একটি ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যাতে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি লেন্স থাকবে। সেলফির জন্য, এতে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। এতে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হবে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোন 20 হাজার থেকে সস্তা হতে পারে।

3. Infinix Zero 5G (14 ফেব্রুয়ারি লঞ্চ হবে)

Infinix Zero 5G ফোন octa-core MediaTek Dimensity 900 চিপসেট সহ আসতে চলেছে। কোম্পানির দাবি যে এই সেগমেন্টের সবচেয়ে ফাস্ট 5G ফোন হবে। ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হবে, যাতে থাকবে 48-মেগাপিক্সেল প্রাইমারি লেন্স। ফোনের দাম শুরু হবে 20,000 টাকার কম। এতে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে। ফোনে 8GB পর্যন্ত RAM এবং 128GB অনবোর্ড স্টোরেজ রয়েছে বলেও আশা করা হচ্ছে। এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 5000mAh ব্যাটারি থাকবে।

Digit.in
Logo
Digit.in
Logo