Upcoming Smartphones this week: এই সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে দুর্দান্ত স্মার্টফোন, দেখে নিন লিস্ট
এই বছর স্মার্টফোন বাজারে দুর্দান্ত এবং অনেক নতুন ফিচার এবং টেকনোলজি সহ ডিভাইস লঞ্চ হয়েছে
এই সপ্তাহে ভারতে একাধিক স্মার্টফোন লঞ্চ হতে চলেছে
বহু প্রতীক্ষিত স্মার্টফোন বাজারে আসতে চলেছে
Upcoming Smartphones: 2023 বছর শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। এই বছর স্মার্টফোন বাজারে দুর্দান্ত এবং অনেক নতুন ফিচার এবং টেকনোলজি সহ ডিভাইস লঞ্চ হয়েছে। তবে এখনও থামেনি এটি, কারণ এই সপ্তাহেও ভারতে অনেক স্মার্টফোন লঞ্চ হচ্ছে।
এই সপ্তাহে ভারতে একাধিক স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। বহু প্রতীক্ষিত স্মার্টফোন বাজারে আসতে চলেছে। আসুন দেখে নেওয়া যাক এই তালিকা।
Upcoming Smartphones: Poco, iQOO, Realme
iQOO 12
iQOO 12 স্মার্টফোনটি আজ 12 ডিসেম্বর 2023 ভারতে লঞ্চ হতে চলেছে। ভারতের বাজারে আসার আগে চীনে লঞ্চ হয়েছে এই ফোন।
আইকিউ 12 ফোনে একটি 6.78-ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর, 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং থাকবে বলে আশা করা হচ্ছে।
সেই সাথে, ফোনে নতুন Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: Google এর বড় পদক্ষেপ! প্লে স্টোর থেকে সরিয়ে দিল 17 Android Apps, আপনার ফোনে কী রয়েছে?
Lava Yuva 3 pro
লাভার এই স্মার্টফোনটি ভারতে দুই দিন পর অর্থাৎ 14 ডিসেম্বর লঞ্চ হবে। সম্প্রতি কোম্পানি আপকামিং ফোনের একটি টিজার ভিডিও পোস্ট করে ডিভাইসের লঞ্চের তারিখ নিশ্চিত করেছে।
টিজারে ফোনের প্রথম লুক এবং ডিজাইন দেখা গিয়েছে। এতে ফোনের পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এটি গোল্ডেন কালার অপশনে দেখা গিয়েছে। তবে এখনও এই ফোনের বাকি ফিচার জানা যায়নি।
Realme C67 5G
রিয়েলমি ফোনটি ভারতে 14 ডিসেম্বর দুপুর 12 টায় লঞ্চ হবে। তবে লঞ্চের আগেই আপকামিং ফোনের একাধিক ফিচার প্রকাশ হয়ে গেছে। এই ফোনটি গ্রিন কালার অপশনে আসবে।
এতে ফটোগ্রাফির জন্য ফোনের পিছনের প্যানেলে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং একটি সার্কুলার ক্যামেরা মডিউল থাকবে।
POCO C65
পোকোর এই ফোনটি ভারতে 15 ডিসেম্বর 2023 লঞ্চ করা হবে। ফোনটি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে বিক্রি হবে। আপকামিং পোকো ফোনে 6.74 ইঞ্চি ডিসপ্লে, MediaTek Helio G85 প্রসেসর, 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং সাপোর্ট মতো ফিচার থাকতে পারে।
আরও পড়ুন: Redmi 13C India Sale: ওপ্পো, ভিভো কে টেক্কা দেবে রেডমির সবচেয়ে সস্তা ফোন! ফোনের আজ প্রথম বিক্রি
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile