Upcoming Smartphones May 2024: চলতি সপ্তাহে ভারতে আসছে iQOO, Samsung, Realme, Poco এর চোখ ধাঁধানো স্মার্টফোন

Upcoming Smartphones May 2024: চলতি সপ্তাহে ভারতে আসছে iQOO, Samsung, Realme, Poco এর চোখ ধাঁধানো স্মার্টফোন
HIGHLIGHTS

চলতি মাসের আগামী কয়েকদিনে একাধিক স্মার্টফোন লঞ্চ হতে চলেছে

iQOO, Oppo, Realme, Poco-এর মতো ব্র্যান্ডগুলি আগামী সপ্তাহে তাদের স্মার্টফোন ভারতে লঞ্চ করবে

চলতি সপ্তাহে 21 মে থেকে 26 মে এর মধ্যে একাধিক দুর্দান্ত স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে

Upcoming Smartphones May 2024: চলতি মাসের আগামী কয়েকদিনে একাধিক স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। iQOO, Samsung, Realme, Poco-এর মতো ব্র্যান্ডগুলি আগামী সপ্তাহে তাদের স্মার্টফোন ভারতে লঞ্চ করবে। চলতি সপ্তাহে 20 মে থেকে 26 মে এর মধ্যে একাধিক দুর্দান্ত স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে।

এই লিস্ট স্যামসাং, ভিভো, রিয়েলমি, পোকো সহ ইনফিনিক্স মতো কোম্পানি তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করবে৷ আসুন আপকামিং স্মার্টফোনের সমস্ত ডিটেল জেনে নেওয়া যাক।

Upcoming Smartphones in India May 2024

Vivo Y200 Pro ভারতে 21 মে হবে লঞ্চ

ভিভো ওয়াই২০০ প্রো ৫জি ফোনটি সিল্ক গ্লাস ডিজাইন সহ আনা হবে। কোম্পানি জানিয়েছে যে এতে পাঞ্চ-হোল স্টাইলের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে সাপোর্ট করবে। ফোনটি Qualcomm Snapdragon 695 5G চিপসেটের সাথে বাজারে আসবে। এটি 20,000 টাকা দামের কাছাকাছি আসতে পারে। কোম্পানি ভিভো ফোনে 64MP OIS ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 16MP সেলফি ক্যামেরা অফার করছে। এতে 5000mAh ব্যাটারি সহ 44W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

আরও পড়ুন: OPPO Reno 12 Pro এবং Reno 12 ফোনের ডিজাইন, কালার অপশন লঞ্চের আগেই প্রকাশ্য

Infinix GT 20 Pro ভারতে 21 মে হবে লঞ্চ

ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আল্টিমেট প্রসেসর সহ আসবে। ফোনে 6.78-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে থাকবে। এটি 144Hz রিফ্রেশ রেট এবং 1300nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য, এতে 108MP OIS ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হবে। সেলফি ক্যামেরা হিসেবে এতে 32MP সেন্সর থাকবে। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। পারফরম্যান্স এর জন্য এতে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে। আপকামিং ইনফিনিক্স জিটি ফোনের দাম 20 হাজার থেকে 25 হাজার পর্যন্ত হতে পারে।

Realme GT 6T ভারতে 22 মে লঞ্চ করা হবে

বহু অপেক্ষার পর রিয়েলমির জিটি সিরিজে নতুন ফোন আনা হচ্ছে। কোম্পানির দাবি যে রিয়েলমি জিটি ৬টি ফোনটি ভারতের প্রথম স্মার্টফোন হবে Snapdragon 7+ Gen 3 চিপসেট সহ আনা হচ্ছে। ফোনে 8GB RAM এবং 128 জিবি স্টোরেজ থাকবে। রিয়েলমি ফোনটি 1.5K OLED স্ক্রিন সহ আসবে। এতে 50MP Sony IMX882 ডুয়াল রিয়ার ক্যামেরা থাকতে পারে। সেলফির জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে এতে। পাওয়ার দিতে এতে 100W ফাস্ট চার্জিং এবং 5500mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

POCO F6 5G ফোনটি ভারতে 23 মে লঞ্চ করা হবে

আপকামিং পোকো এফ৬ ৫জি ফোনটি ভারতে 23 মে লঞ্চ হবে। ফোনে কোয়ালকম Snapdragon 8s Gen 3 চিপসেট সহ বাজারে আসবে। এতে 12 জিবি RAM এবং 256 জিবি স্টোরেজ থাকতে পারে। ফোনে 6.67-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে থাকতে পারে। এটি 2160Hz PWM ডিমিং এবং 2400nits পিক ব্রাইটনেস সহ আসবে। ফটোগ্রাফির জন্য, এটি 20MP সেলফি ক্যামেরা এবং 50MP IMX882 OIS রিয়ার সেন্সর সাথে আনা হবে। পাওয়ার দিতে এতে 5000mAh ব্যাটারি থাকবে, যা 90W ফাস্ট চার্জিং সহ আসতে পারে।

Upcoming Smartphones May 2024 samsung galaxy f55 5g
samsung galaxy f55 5g

Samsung Galaxy F55 5G ভারতে 27 মে লঞ্চ করা হবে

স্যামসাং স্মার্টফোনটি আগে 17 মে লঞ্চ হওয়ার ছিল, তবে লঞ্চের কিছু দিন আগেই লঞ্চের তারিখ পিছিয়ে দিয়েছে কোম্পানি। স্মার্টফোনে Qualcomm Snapdragon 7 Gen 1 অক্টাকোর প্রসেসর থাকবে, এটি 12GB RAM সাপোর্ট করবে। এতে 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 50MP সেলফি ক্যামেরা থাকবে। স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ sAMOLED ডিসপ্লে দেওয়া হবে। ফোনে 45W ফাস্ট চার্জিং থাকতে পারে।

আরও পড়ুন: Upcoming Vivo Phone: 21 মে ভারতে আসছে 3D কার্ভড AMOLED ডিসপ্লে এবং এন্টি শেক ক্যামেরা সহ সবচেয়ে পাতলা ফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo