Upcoming Smartphones Launch 2025: Samsung Galaxy S25, OnePlus 13 সহ এই স্মার্টফোনগুলি দুর্দান্ত ফিচার সহ এন্ট্রি নেবে আগামী বছর

Upcoming Smartphones Launch 2025: Samsung Galaxy S25, OnePlus 13 সহ এই স্মার্টফোনগুলি দুর্দান্ত ফিচার সহ এন্ট্রি নেবে আগামী বছর
HIGHLIGHTS

কিছু স্মার্টফোন নির্মাতা ইতিমধ্যেই 2025 সালের জন্য তাদের আসন্ন স্মার্টফোনের ঘোষণা করে দিয়েছে

বছর 2025 সালে Samsung Galaxy S25, iPhone 17 সহ একাধিক স্মার্টফোন লঞ্চ হতে দেখা যাবে

এখানে আমরা আগামী বছর 2025 সালে আসা Upcoming Smartphones 2025 সম্পর্কে কথা বলবো

Upcoming Smartphones Launch 2025: পুরনো বছর শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি আর নতুন বছর 2025 আসতে চলেছে। এমন সময় নতুন বছরে আসন্ন স্মার্টফোনের বিষয় জানতে অধীর আগ্রহে অপেক্ষা করেন অনেকেই। তাই বলে দি যে বছর 2025 সালে একাধিক স্মার্টফোন লঞ্চ হতে দেখা যাবে। কিছু স্মার্টফোন নির্মাতা ইতিমধ্যেই 2025 সালের জন্য তাদের আসন্ন স্মার্টফোনের ঘোষণা করে দিয়েছে এবং কিছু সম্পর্কে চর্চা পুরোদমে চলছে। এখানে আমরা আগামী বছর 2025 সালে আসা স্মার্টফোনগুলি সম্পর্কে কথা বলবো।

Samsung Galaxy S25

স্যামসাং এর বহুপ্রতিক্ষিত স্যামসাং গ্যালাক্সি এস25 স্মার্টফোন সিরিজ আগামী বছর জানুয়ারি আসতে পারে। কোম্পানি যদি পুরনো ধারা বজায় রাখে, তবে জানুয়ারি মাসের মাঝামাঝি এই সিরিজ বাজারে আসতে পারে। সিরিজে তিনটি মডেল Galaxy S25, Galaxy S25+ এবং Galaxy S25 Ultra আসবে বলে জানা গেছে। কোম্পানি এতে কোয়ালকম এর লেটেস্ট প্রসেসর ব্যবহার করতে পারে। এছাড়াও, ক্যামেরায় গুরুত্বপূর্ণ আপগ্রেডগুলিও দেখা যাবে। কোম্পানির One UI 7 স্মার্টফোনে দুর্দান্ত ফিচার থাকতে পারে। এছাড়াও, এবারও কোম্পানি Galaxy AI ফিচারে বিশেষ ফোকাস করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: Price Drop: নতুন বছরের আগে ঝুড়িঝুড়ি সারপ্রাইজ, Realme এর এই সস্তা 5G ফোনের কমল দাম

Upcoming Smartphones Launch 2025 Samsung Galaxy S25

OnePlus 13

ওয়ানপ্লাস এর তরফে আগামী 7 জানুয়ারি ফ্ল্যাগশিপ সিরিজ ওয়ানপ্লাস 13 লঞ্চ করা হবে। সিরিজে ওয়ানপ্লাস 13 এর সাথে ওয়ানপ্লাস 13আর ও বাজারে আনা হবে। পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস 13 ফোনে কোয়ালকম প্রসেসর দেওয়া যেতে পারে। এছাড়া ফোনের ক্যামেরা, ব্যাটারি এবং ডিসপ্লেতে বড় আপগ্রেড দেখা যেতে পারে। শুধু তাই নয়, এই সিরিজের স্মার্টফোনের সাথে ওয়ানপ্লাস বডস প্রো 3 এর নতুন কালার ভ্যারিয়্যান্টও চালু করবে কোম্পানি।

Apple iPhone 17

প্রতিবারে মতো অ্যাপেল যদি তাদের ট্রেন্ড ফলো করে তবে অ্যাপেল আইফোন 17 এর লঞ্চিং 2025 সালের শেষে দেখা যেতে পারে। লিক অনুযায়ী, এই বার কোম্পানি সিরিজে চারটি মডেল আনতে পারে। খবর অনুযায়ী, আপকামিং মডেলটি iPhone 17 Slim সবচেয়ে বেশি চর্চায় রয়েছে।

Asus ROG Phone 9

আসুস তার ফ্ল্যাগশিপ ফোন আরওজি ফোন 9 গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল। এখন এই ফোনটি ভারতীয় বাজারে আসতেও প্রস্তুত। আগামী বছরে এই ফোনটিও বাজারে আসবে বলে মনে করা হচ্ছে। ফোনে Qualcomm Snapdragon 8 Elite চিপসেট থাকতে পারে। এছাড়া ফোনটি Android 15 সহ আসতে পারে।

আরও পড়ুন: প্রায় অর্ধেক দামে নতুন iQOO 13 5G ফোন কেনার সুযোগ, রয়েছে 32MP সেলফি ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo