ভারতে বা গ্লোবাল বাজারে বলুন সর্বত্রই শীঘ্রই একাধিক স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। বিভিন্ন কোম্পানির স্মার্টফোন আসছে জলদিই। এগুলোর মধ্যে অনেকগুলো বাজেট ফোনও আছে। তালিকায় Infinix GT 10 Pro সহ Realme 11 4G, Redmi 12 এবং অন্যান্য ফোন আছে।
Realme 11 4G ফোনটি আগামী 31 জুলাই ভিয়েতনামে লঞ্চ করবে। তবে কোম্পানির তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এই ফোনটি কালো এবং সোনালি রঙে কেনা যাবে।
এই ফোনে গ্রাহকরা 6.4 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে পাবেন যেখানে 90 Hz রিফ্রেশ রেট থাকবে। এই ফোনটি পরিচালিত হবে MediaTek Helio G99 প্রসেসরের সাহায্যে। তবে ডিসপ্লে সাইজ যতই ছোট হোক এই ফোনের ক্যামেরা কিন্তু ফাটাফাটি।
108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে এই ফোনে। 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mah ব্যাটারি আছে এখানে।
আগামী 1 অগাস্ট ভারতে লঞ্চ করবে এই ফোন। এই ফোনটির 4G এবং 5G মডেল দুটোই একই সঙ্গে লঞ্চ করবে বলে জানা গিয়েছে।
এই ফোনটি Qualcomm Snapdragon প্রসেসরের সাহায্যে চলবে। সঙ্গে 6.79 ইঞ্চির মতো বড় একটি Full HD+ LCD ডিসপ্লে রয়েছে এখানে। 90 HZ রিফ্রেশ রেট পেয়ে যাবেন এই ফোনে।
50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ গ্লাস প্যানেল পেয়ে যাবেন এখানে। 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mah ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনে। ব্যাটারি সাইজ স্ট্যান্ডার্ড হলেও চাজিং স্পিড বড়ই কম।
এই ফোনটিও 1 অগাস্ট লঞ্চ করবে। এই ফোনটি এখনও পর্যন্ত আর অন্যান্য কোনও বাজারে লঞ্চ করেনি।
তবে এই ফোনে 6.5 ইঞ্চির একটি Full HD+ LCD ডিসপ্লে থাকবে বলেই জানা গিয়েছে। এটি পরিচালিত হবে Unisoc T616 প্রসেসরের সাহায্যে। ফলে মোটের উপর ঠিকঠাক পারফরমেন্স পাওয়া যাবে এখানে।
50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর সহ Dolby Atmos স্টিরিও স্পিকার পেয়ে যাবেন। 20W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mah ব্যাটারি তো থাকবেই। এটি কালো এবং নীল রঙে কেনা যাবে।
অগাস্টের 3 তারিখ লঞ্চ করবে এই ফোন। এই ফোনটির ডিজাইনের সঙ্গে Nothing Phone -এর ডিজাইনের বেশ মিল আছে।
আরও পড়ুন: Redmi 12 Price Leaked: আগামী মাসেই লঞ্চ রেডমির নতুন ফোনের, তার আগেই ফাঁস দাম!
এখানে 6.67 ইঞ্চির একটি বড় ডিসপ্লে থাকবে যেখানে 120 Hz রিফ্রেশ রেট পাবেন। MediaTek Dimensity 8050 প্রসেসরের সাহায্যে চলবে এই ফোন অর্থাৎ স্মুদ পারফরমেন্স পাওয়া যাবে এই ফোনে।
108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে এই ফোনে। 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mah ব্যাটারিও থাকবে।