Redmi, Poco, Oppo সহ কোন কোন ব্র্যান্ডের নতুন ফোন মার্চে আসছে জানেন? দেখুন পূর্ণ তালিকা

Updated on 12-Mar-2023
HIGHLIGHTS

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2023 মাত্র কিছুদিন আগেই শেষ হয়েছে তখন একাধিক প্রোডাক্ট লঞ্চ করেছে

তবে সেখানেই থেমে নেই, মার্চ মাসে আরও একাধিক ফোন বাজারে আসতে চলেছে

তালিকায় আছে Oppo Find X6, Redmi Note 12 Turbo, ইত্যাদি

2023 সালের মার্চ মাসটা যেন মোবাইল প্রেমীদের জন্য একেবারে আদর্শ মাস। এই মাসের একদম শুরুর দিকে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠিত হয়ে গেল। সেখানে একাধিক ফোন লঞ্চ করলেও জানা হচ্ছে আগামীতে আরও বেশ কিছু ফোন বাজারে আসতে চলেছে। জানা গিয়েছে প্রায় 11টি নতুন ব্র্যান্ড নতুন ফোন নিয়ে আসছে। এর মধ্যে আছে Oppo Find X6 সিরিজ, Redmi Note 12 Turbo, ইত্যাদি। এই প্রতিবেদনে দেখে নিন বিস্তারিত ভাবে কোন কোন ফোন এই মাসেই লঞ্চ করতে চলেছে। 

Redmi Note 12 Turbo এবং Redmi Note 12 4G

Redmi Note 12 Turbo ফোনটিতে আছে Snapdragon 7+ Gen 1 প্রসেসর সহ 6.67 ইঞ্চির একটি ডিসপ্লে যেখানে মিলবে 120 Hz রিফ্রেশ রেট। এছাড়া এখানে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা যেখানে মিলবে 50, 8, 2 মেগাপিক্সেলের তিনটি সেন্সর। 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি থাকবে এই ফোনে। এটি মার্চের শেষে চিনে লঞ্চ করবে। পরে এটি অন্যান্য জায়গায় Poco F5 হিসেবে আসবে। 

অন্যদিকে Redmi Note 12 4G ফোনটিতে থাকবে 5G মডেলের মতো সব ফিচার। এখানে থাকবে Snapdragon 4 Gen 1 প্রসেসর। এটিও হয় এই মাসে নইলে পরের মাসে লঞ্চ করবে। 

Redmi A2 সিরিজ

এই সিরিজে দুটি ফোন লঞ্চ করতে পারে। এখানে আছে Redmi A2 এবং Redmi A2 Plus। এই ফোন দুটি মার্চের শেষে আসতে পারে। এগুলো আদতে Redmi A1 সিরিজের উত্তরসূরি। এখানে থাকতে পারে MediaTek Helio G36 প্রসেসর সহ 6.52 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে। 8 মেগাপিক্সেলের রিয়ার এবং 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে এখানে। অ্যান্ড্রয়েড 13 এর সাহায্যে চলবে এটি। সঙ্গে 10W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি মিলবে এখানে। Redmi A2 Plus এ একটি রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। 

Realme GT Neo 5 SE এবং Realme C55

Realme GT Neo 5 SE ফোনটি Qualcomm Snapdragon 7+ Gen 1 প্রসেসরের সাহায্যে চলবে। এটিও মার্চের শেষে লঞ্চ করতে পারে। এখানে 6.74 ইঞ্চির একটি 2K রেজোলিউশন এবং 144 Hz রিফ্রেশ রেট সহ একটু OLED ডিসপ্লে থাকবে। এখানে আছে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে এই ফোনে। অ্যান্ড্রয়েড 13 এর সাহায্যে চলবে এটি। সঙ্গে 100W ফাস্ট চার্জিং -এর সুবিধা মিলবে। 

Realme C55 সদ্যই ইন্দোনেশিয়ায় লঞ্চ করল। অন্যান্য জায়গায় আগামীতে লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। এখানে MediaTek Helio G88 প্রসেসর থাকবে সঙ্গে 6.72 ইঞ্চির একটি ডিসপ্লে যেখানে মিলবে 90 Hz রিফ্রেশ রেট। iPhone -এর মতো এখানে ডায়নামিক আইল্যান্ড ফিচার থাকবে। সঙ্গে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা এবং 64 মেগাপিক্সেলের ক্যামেরা। 

Infinix Hot 30 সিরিজ

এই সিরিজের Infinix Hot 30, Infinix Hot 30i, Infinix Hot 30 play থাকবে। অর্থাৎ 3টি ফোন। Infinix Hot 30 এবং Infinix Hot 30i কে একদম এক প্রায়। Infinix Hot 30i ফোনটি 6.6 ইঞ্চির ডিসপ্লে সহ MediaTek Helio G37 প্রসেসর নিয়ে লঞ্চ করবে এখানে মিলবে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলবে এটি। এখানে 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি থাকবে। 

Oppo Find X6 সিরিজ

এই ফোনটি হয়তো 21 মার্চ লঞ্চ করতে পারে। তেমনটাই শোনা যাচ্ছে। এখানে দুটি মডেল থাকবে Oppo Find X6, Oppo Find X6 Pro। Oppo Find X6 ফোনটিতে MediaTek Dimensity 9200 প্রসেসরের সাহায্যে চলবে, আরেকটি চকব্র Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে। দুটো ফোনেই 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। ফ্রন্ট ক্যামেরায় আছে 32 মেগাপিক্সেলের সেন্সর। 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি থাকতে পারে। 

Huawei P60 সিরিজ

এই ফোনটিও মার্চের শেষে লঞ্চ করতে পারে। শোনা যাচ্ছে 23 মার্চ আসবে এই ফোন। এই সিরিজে থাকবে Huawei P60, Huawei P60 Pro, Huawei P60 Ultra। এখানে 4G পরিষেবা মিলবে। 

Meizu 20 সিরিজ

এই সিরিজে দুটো ফোন থাকবে Meizu 20 এবং Meizu 20 pro। এখানে কোয়াড HD+ LTPO AMOLED ডিসপ্লে মিলবে। সঙ্গে থাকবে 120 HZ রিফ্রেশ রেট। Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকবে এই হবে। 5000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকবে এখানে।

Vivo Y11

এই ফোনটি চিনে মার্চের শেষে লঞ্চ করতে পারেন এখানে 6.5 ইঞ্চির একটি Full HD ডিসপ্লে আছে সঙ্গে থাকবে MediaTek -এর প্রসেসর। 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ নিয়ে লঞ্চ হবে এটি। থাকবে 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি। 

IQOO Z7 সিরিজ

মার্চের 21 তারিখ এই ফোনটি লঞ্চ করতে চলেছে। থাকবে MediaTek Dimensity 920 প্রসেসর এবং AMOLED ডিসপ্লে। অ্যান্ড্রয়েড 13 এর সাহায্যে চলবে এই ফোন। 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং 44W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ ব্যাটারি। ভারতে এই ফোনের দাম রাখা হয়েছে 17,999 টাকা। এটি কেবল মাত্র ভারতের জন্য ডিজাইন করা হয়েছে যেখানে মিলবে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। চিনা মডেলটি হয়তো এই মাসেই লঞ্চ করবে। সেখানে Snapdragon 695 প্রসেসর থাকবে। 

Samsung Galaxy A34 5G, A54 5G

এই ফোনগুলো মার্চের 15 তারিখ লঞ্চ করতে পারে। তবে ভারতে মার্চের 16 তারিখে আসবে বলে জানা গিয়েছে। বিগত বেশ কয়েক মাস ধরে এই ফোন দুটি নিয়ে বিস্তর চর্চা চলছে। A34 5G ফোনটিতে থাকবে 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে সহ MediaTek Dimensity 1080 প্রসেসর। এখানে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা মিলবে। অন্যদিকে A54 5G ফোনটিতে থাকবে 6.4 ইঞ্চির একটি ডিসপ্লে সহ Exynos 1380 প্রসেসর। এখানে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। 

Poco X5

এই ফোনটির কথা ফেব্রুয়ারি মাসেই ঘোষণা করা হয় সঙ্গে ইউরোপের জন্য Poco X5 Pro। এই ফোনটি মার্চের 14 তারিখে আসছে। এখানে থাকবে Snapdragon 695 প্রসেসর সহ 6.67 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে। এখানে 120 HZ রিফ্রেশ রেট মিলবে। 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি আছে এই ফোনে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এখানে। 

Oppo Find N2 Flip

এটি গত ডিসেম্বরে চিনে ঘোষণা করা হয়। ফেব্রুয়ারি মাসে এটি বিশ্ববাজারে লঞ্চ করে। এখন ভারতে আসতে চলেছে এই ফোন। মার্চের 13 তারিখ এই ফোন লঞ্চ করবে। এই দিন থেকে প্রিঅর্ডার করা যাবে এই ফোনের। এখানে আছে 6.8 ইঞ্চির একটি LTPO Foldable ডিসপ্লে সহ 3.26 ইঞ্চির কভার ডিসপ্লে। MediaTek Dimensity 9000 প্রসেসর আছে এই ফোনে। 44W ফাস্ট চার্জিং- এর সুবিধা সহ 4300mAh ব্যাটারি আছে এখানে।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :