Oppo র পরবর্তী মোবাইল ফোন Oppo A7 স্ন্যাপড্র্যাগন 450র সঙ্গে গিকবেঞ্চে দেখা গেছে

Updated on 13-Nov-2018
HIGHLIGHTS

Oppo র পরবর্তী মোবাইল ফোন Oppo A7 গিকবেঞ্চের ডাটাবেসে দেখা গেছে, আর এই ডাটাবেস থেকে জানা গেছে যে এই মোবাইল ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যা গন 450 চিপসেট আর অ্যান্ড্রয়েড 8.1 Oreo র সাপোর্ট পাবে

Oppo র পরবর্তী মোবাইল ফোন Oppo A7 গিকবেঞ্চের ডাটাবেসে দেখা গেছে, আর এই ডাটাবেস থেকে জানা গেছে যে এই মোবাইল ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যা গন 450 চিপসেট আর অ্যান্ড্রয়েড 8.1 Oreo র সাপোর্ট পাবে। তবে এখনও পর্যন্ত Oppo র Oppo A7 ফোনটি নিয়ে কোন খবর অফিসিয়ালি জানানো হয়নি। কিন্তু এই লিস্টিং থেকে জানা গেছে যে এই মোবাইল ফোনটিতে আপনারা স্ন্যাপড্র্যাগন 450 চিপসেট সাপোর্ট পাবেন আর এছাড়া এতে আপনারা 4Gb র‍্যাম পাবেন। আর এই ফোনে একটি 6.2 ইঞ্চির 1520×720 পিক্সাল ডিসপ্লে থাকবে আর এর সঙ্গে ফোনে একটি 4,230mAh য়ের ব্যাটারি দেওয়া হবে।

Oppo A7 মোবাইল ফোনটি সম্প্রতি গিকবেঞ্চে দেখা গেছে আর এই ডাটাবেসে দুটি আলাদা আলাদা মডেল দেখা গেছে, আর আপনাদের বলে রাখি যে এই মোবাইল ফোনটি CPH1901 আর PBFM00 মডেল নম্বরের সঙ্গে দেখা গেছে। আর আপনাদের বলে রাখি যে এর আগে এই দুটি ফোন CPH1905 আর PBFT00 মডেল নম্বরের সঙ্গে দেখা গেছিল।

আর এই দুটো আলাদা আলাদা মডেল দেখে বলা যেতে পারে যে এই ডিভাইস গুলি আলাদা আলাদা বাজারে আলাদা আলাদা নামে লঞ্চ করা হতে পারে। আর আপনাদের বলে রাখি যে Oppo A7 ফোনটি সিঙ্গাপুরের বাজারে Opo AX7 নামে লঞ্চ করা হতে পারে।

Connect On :