HMD upcoming phone: সস্তা দামে ভারতে আসছে এইচএমডি এর স্টাইলিশ ফোন, লঞ্চের আগে হল টিজ

HMD upcoming phone: সস্তা দামে ভারতে আসছে এইচএমডি এর স্টাইলিশ ফোন, লঞ্চের আগে হল টিজ
HIGHLIGHTS

HMD ভারতে তার নতুন স্মার্টফোন HMD Arrow লঞ্চ করতে চলেছে

খবর অনুযায়ী, এটি HMD Pulse এর একটি রিব্র্যান্ড ভার্সন হবে

সম্প্রতি স্মার্টফোন নির্মাতা কোম্পানি এইচএমডি ইউরোপে HMD Pulse নামে একটি ফোন লঞ্চ করেছে

Upcoming phone: HMD ভারতে তার নতুন স্মার্টফোন HMD Arrow লঞ্চ করতে চলেছে। খবর অনুযায়ী, এটি HMD Pulse এর একটি রিব্র্যান্ড ভার্সন হবে। সম্প্রতি এইচএমডি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) এ #HMDNameOurSmartphone একটি প্রতিযোগিতা শুরু করেছে। এখন কোম্পানি এইচএমডি অ্যারো ফোনটি অফিসিয়াল টিজ করেছে।

আসুন জেনে নেওয়া যাক এইচএমডি অ্যারো ফোনটি কেমন হবে। ফোনটি ভারতীয় বাজারে কবে এন্ট্রি নেবে।

আরও পড়ুন: Redmi K70 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে Poco F6 Pro, ভুলে নিজেই ফাঁস করে ফেলল কোম্পানি

upcoming phone HMD Arrow কবে হবে লঞ্চ

সম্প্রতি স্মার্টফোন নির্মাতা কোম্পানি এইচএমডি ইউরোপে HMD Pulse নামে একটি ফোন লঞ্চ করেছে। এখন এই ফোনটি ভারতেও একই স্পেসিফিকেশন সহ আনা হচ্ছে। তবে ফোনটি নতুন নামে অর্থাৎ এইচএমডি পালস এর বদলে এইচএমডি অ্যারো নামে আসবে।

আপকামিং ফোনের স্পেসিফিকেশন দেখে মনে হচ্ছে যে এটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হতে পারে।

HMD Arrow ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী থাকবে

ডিসপ্লে: এইচএমডি অ্যারো ফোনে 6.65-ইঞ্চি HD+ LCD স্ক্রিন থাকতে পারে। এটি 90Hz রিফ্রেশ রেট এবং 600 nits হাই ব্রাইটনেস মোড সাপোর্ট করবে।

Upcoming phone HMD Arrow
আপকামিং ফোনে 6GB RAM এবং 64GB পর্যন্ত স্টোরেজ থাকতে পারে

প্রসেসর: এইচএমডি পালস ফোনটি Unisoc T606 চিপসেট কাজে। আপকামিং ফোনটিও একই প্রসেসর সহ বাজারে আসতে পারে।

RAM এবং মেমরি: আপকামিং ফোনে 6GB RAM এবং 64GB পর্যন্ত স্টোরেজ থাকতে পারে।

ক্যামেরা: স্মার্টফোনের রিয়ারে 13MP মেইন সেন্সর এবং আরেকটি লেন্স থাকতে পারে। ফ্রন্টে ক্যামেরাটি 8MP সেলফি সেন্সর হতে পারে।

ব্যাটারি: পাওয়ার দিতে স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া। এটি 10W চার্জিং সাপোর্ট সহ আনা হবে।

সফ্টওয়্যার: এটি স্টক অ্যান্ড্রয়েড 14 সহ আসতে পারে।

আরও পড়ুন: Samsung Galaxy F55 5G: 12GB RAM এবং 50MP সেলফি ক্যামেরা সহ ভারতে আসছে স্যামসাং ৫জি ফোন, জেনে নিন দাম কত হবে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo