লঞ্চের আগেই NOKIA 2.3 ফোনের সম্ভাব্য দাম জানা গেছে

Updated on 28-Nov-2019
HIGHLIGHTS

Nokia 2.3 র বিষয়ে নতুন লিক

এন্ট্রি লেভেলের ফোনটি তাড়াতাড়ি ভারতে আসবে

সাম্প্রতিক কিছু রিউমার্স অনুসারে  HMD Global 5 ডিসেম্বর তাদের Nokia 8.2, Nokia 5.2  আর Nokia 2.3 স্মার্টফোন গুলি লঞ্চ করবে। আর লঞ্চের আগে  Nokia 2.3 অনলাইনে লিকে দেখা গেছে। আর এই পরবর্তী এন্ট্রি ফোনটির বিষয়ে কিছু খবর জানা গেছে।

NPU য়ের রিপোর্ট অনুসারে এটি একটি Chilean storeয়ে Nokia 2.3 ফোনের বিষয়ে জানা গেছে যে এর দাম  CLP($) 97,378 $119 (প্রায় 8,500 টাকা) রাখা হতে পারে। আর একবার এই ফোনটির লঞ্চ এখনও নিশ্চিত হয়নি। ভারতে  HMD গ্লোবাল Nokia 2.2র দাম 5,999টাকা করেছে। আর এর থেকে মনে করা হচ্ছে জে এবার এই ডিভিইসটি ভারতে আসবে।

এর আগের লিক অনুসারে  Nokia 2.3 ফোনে আপনারা 2GB র‍্যামের সঙ্গে 32GB স্টোরেজ পাবেন। আর এই Nokia 2.2 আর  Nokia 3.2 ফোন দুটি 2GB র‍্যাম আর 16GB স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হবে। আর এই ফোনে 6.1 ইঞ্চির HD+ ডিসপ্লে থাকতে পারে। আর এই ফোনে আপনারা3,920 mAh য়ের ব্যাটারি পাবেন।

আর এই সম্ভাব্য ডিভাইসে পলিকার্বোনেট মেটিরিয়াল দিয়ে বানানো হয়েছে আর এই ডিভাইসে ডেডিকেটেড গুগল অ্যাসিস্টেন্স বটন আছে। আর এই ফোনে কোয়াড কোর মিডিয়াটেক হেলিও A22 SoC  দেওয়া হয়েছে আর এই ফোনে অ্যান্ডেয়েড 9 পাই দেওয়া হবে।

আর এই Nokia 2.3 ফোনটিতে আপনারা একটি 13 মেগাপিক্সালের মেন ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনে আপনারা একটি 5 মেগাপিক্সালের সেলফি ক্যামেরকা পাবেন।  HMD Global বছর খানেক আগে 5 ডিসেম্বর তাদের Nokia 8.1 স্মার্টফোন লঞ্চ করেছিল। আর এই দিনে কোম্পানি একটি ইভেন্ট করছে সেই দিন এই ইভেন্টে Nokia 8.2  ফোনটি লঞ্চ করা হতে পারে।

Connect On :