Upcoming iPhone 15 Series: লঞ্চের আগেই জানুন নতুন আইফোন সিরিজের দাম, কেমন হবে ক্যামেরা, ডিজাইন

Updated on 11-Sep-2023
HIGHLIGHTS

Apple iPhone 15 Series এর ইভেন্ট 12 সেপ্টেম্বর রাত 10.30টায় শুরু হবে

iPhone 15 Series চালু করা হবে, যার আওতায় iPhone 15, 15 Plus, 15 Pro, এবং 15 Pro Max মডেল আসতে পারে।

iPhone 15 এর দাম 799 ডলার (প্রায় 65,000 টাকা) থেকে শুরু হতে পারে।

Apple ইউজাররা iPhone 15 series-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। Apple Wonderlust event 2023 ইভেন্টটি আর কয়েক ঘন্টা পর শুরু হবে। 12 সেপ্টেম্বর রাত 10.30 টায় এই ইভেন্টে শুরু হবে। এই ইভেন্টে iPhone 15 Series চালু করা হবে, যার আওতায় iPhone 15, 15 Plus, 15 Pro, এবং 15 Pro Max মডেল আসতে পারে।

Apple Wonderlust event 2023 কখন শুরু হবে?

Apple iPhone 15 Series এর ইভেন্ট 12 সেপ্টেম্বর রাত 10.30টায় শুরু হবে। কোম্পানির এই মেগা ইভেন্টটি Apple TV App এর মাধ্যমে দেখা যাবে। এছাড়া কোম্পানির অফিসিয়াল YouTube চ্যানেলেও দেখা য়াবে এই ইভেন্ট।

আরও পড়ুন: Realme C51 Sale Today: 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ রিয়েলমির ফোন 9000 টাকার কমে কেনার সুযোগ

https://twitter.com/Apple/status/1697309540830642315?ref_src=twsrc%5Etfw

Apple iPhone 15 Series-এ কী থাকবে বিশেষ

যেমনটি আমরা আগই জানিয়েছি যে iPhone 15 Serier এর আওতায় কোম্পানি iPhone 15, 15 Plus, 15 Pro, এবং 15 Pro Max মডেল বাজারে আসতে পারে। খবর রয়েছে যে কোম্পানি আইফোন 15 প্রো ম্যাক্সের পরিবর্তে এবার 15 Ultra নামে টপ মডেল লঞ্চ করতে পারে। লিক অনুযায়ী, iPhone 15 Pro মডেলগুলি দুর্দান্ত ফিচার সহ বাজারে আসতে পারে। এর পাশাপাশি, রেগুলার মডেলগুলিতেও বড় আপগ্রেড দেওয়া যেতে পারে।

নতুন iPhone 15 এবং iPhone 15 Plus স্মার্টফোনগুলো কেমন হবে, আসুন জেনে নেওয়া যাক।

iPhone 15 ফোনের কেমন হবে ডিজাইন

খবর অনুযায়ী, কোম্পানি তার পুরানো iPhone 14 সিরিজের ডিজাইন আপকামিং ফোনেও দিতে চলেছে। তবে ফোনের রিয়ার প্যানেলে ফ্রস্টেড গ্লাস অফার করতে পারে Apple। যদি এটা সত্যি হয়, তবে এটি বড় iPhone এর রেগুলার মডেলের ক্ষেত্রে বড় আপগ্রেড হবে, কারণ এখনও পর্যন্ত কোম্পানি তার iPhone Pro মডেলগুলিতে এই গ্লাস ব্যবহার করে আসছে।

ডিসপ্লের কথা বললে, iPhone 15 ফোনে 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে থাকতে পারে। ফোনের ডিসপ্লে 2532 × 1170 পিক্সেল রেজোলিউশন সহ আসতে পারে। এছাড়া, iPhone 15 Plus ফোনে 6.7-ইঞ্চি ডিসপ্লে দেওয়া যেতে পারে, যার রেজোলিউশন 2778 x 1284 পিক্সেল হবে বলে খবর রয়েছে। কোম্পানি এবার এই মডেলগুলির সাথে ডায়নামিক আইল্যান্ড ফিচারও অফার করতে পারে। বলে দি যে কোম্পানির আগের সিরিজের প্রো মডেলগুলিতে এই ফিচার দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: Jio 299 vs Airtel 299: সস্তার Prepaid Plan, এই রিচার্জে পাবেন Extra 21GB Data

iPhone 15-এ কী থাকবে প্রসেসর

আপকামিং iPhone 15 সিরিজের ফোনে কোম্পানির চিপসেট Apple A16 Bionic দেওয়া যেতে পারে। Apple এর A15 Bionic চিপসেট 7 শতাংশ বেশি ফাস্ট বলে জানা গিয়েছে। Upcoming iPhone 15 এর বেস মডেলটি 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ আসতে পারে।

ব্যাটারির ক্ষেত্রে iPhone 15-এর সাথে 3877mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। এছাড়া, iPhone 15 Plus মডেলে 4,912mAh ব্যাটারি দেওয়া হবে। কোম্পানি এই সিরিজের সাথে প্রথমবার USB-C চার্জিং পোর্ট দিতে চলেছে।

iPhone 15 ফোনের ক্যামেরা কেমন হবে

ফটো এবং ভিডিওগ্রাফির জন্য আইফোন 15 এবং আইফোন 15 প্লাস ফোনে 48 মেগাপিক্সেলে সহ ক্যামেরা থাকতে পারে। লিক অনুযায়ী iPhone 15 সিরিজের ফোনে  ক্যামেরার ক্ষেত্রে একটি বড় আপগ্রেড আসতে পারে। এছাড়া এতে সেকেন্ডারি ক্যামেরা 12 মেগাপিক্সেলের দেওয়া যেতে পারে। ডায়নামিক আইল্যান্ডে সহ ফ্রন্ট ক্যামেরা 12 মেগাপিক্সেলের এর সাথে আসতে পারে।

https://twitter.com/theapplehub/status/1700933220727185456?ref_src=twsrc%5Etfw

কত হবে iPhone 15 Series Price

Apple এর তরফে Upcoming iPhone 15 Series price এর বিষয় এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়েনি।

iPhone 15 এর দাম 799 ডলার যা ভারতীয় দাম অনুযায়ী 65000 টাকা থেকে শুরু হতে পারে। এর পাশাপাশি, iPhone 15 Plus এর দাম 899 ডলার যা ভারতের বাজারে 75000 টাকা থেকে শুরু হতে পারে।

আরও পড়ুন: Oppo A38 ফোন চুপিসারে India Launch, 50MP Camera এবং Big Battery মতো রয়েছে Specs

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :