Upcoming 3 Smartphones in June: OnePlus সহ একাধিক স্মার্টফোন এই মাসেই আসছে বাজারে, লঞ্চের দিন সহ ফিচার দেখুন

Updated on 19-Jun-2023
HIGHLIGHTS

জুন মাসেই আরও তিনটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে

OnePlus -এর তরফে Nord 3 আনা হবে

IQOO, Motorola-ও বাদ যাচ্ছে না তালিকা থেকে

জুন মাস ফুরাতে আর কয়েক দিন বাকি, তার মধ্যেই বেশ কয়েকটি স্মার্টফোন কোম্পানি তাঁদের নতুন ফোন বাজারে নিয়ে আসতে চলেছে। OnePlus, Motorola, IQOO -এর মতো একাধিক ব্র্যান্ড তাদের নতুন এই মাসেই নিয়ে আসতে চলেছে। আগামীতে লঞ্চ হতে চলা তিন ফোনের খুঁটিনাটি দেখুন। 

OnePlus Nord 3

এই ফোনটি 21 জুন লঞ্চ হতে পারে। এই ফোনের কাউন্টার পার্ট OnePlus Ace 2V ইতিমধ্যেই চিনে বাজারে উপলব্ধ আছে। ভারতের বাজারে এই ফোনের যে মডেল আসতে চলেছে সেখানেও একই ফিচার থাকবে বলে মনে করা হচ্ছে। তবে খালি প্রাইমারি ক্যামেরার ক্ষেত্রে বদল দেখা যেতে পারে। 

এই ফোনের চাইনিজ ভার্সনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এর সুবিধা সহ। সঙ্গে 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর আছে। এছাড়া এখানে 1.5K রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে রয়েছে।

এই ফোনে 120 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। এটি পরিচালিত হয় MediaTek Dimensity 9000 প্রসেসরের সাহায্যে। এই ফোনে তাছাড়া অ্যান্ড্রয়েড 13 থাকতে পারে। এখানে 3 বছরের সফটওয়্যার আপডেট পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। 

iQOO Neo 7 Pro

এই ফোনে গ্রাহকরা পাবেন কুলিং সিস্টেম সহ, গেম খেলার আদর্শ সুবিধা। একই সঙ্গে থাকবে দুর্দান্ত সফটওয়্যার যার সাহায্যে ব্যবহারকারীরা দুর্দান্ত গিং অভিজ্ঞতা পাবেন। ফলে এটা স্পষ্ট যে এটা একটি গেমিং ফোন হতে চলেছে। 

এই ফোনের বেস মডেলের দাম 35,000 টাকার আশপাশেই হবে। এই টাকার বিনিময়ে 128 GB বা 256 GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যেতে পারে। 120 Hz রিফ্রেশ রেট, 1080p রেজোলিউশন সহ একটি AMOLED ডিসপ্লে থাকতে পারে এখানে।

আরও পড়ুন: Bumper Deal! মাত্র 499 টাকায় কিনুন 10 হাজার টাকার Realme ফোন, এক্ষুনি বুক না করলে করবেন মিস

এই ফোনের প্রাইমারি ক্যামেরায় 1/1.57 ইঞ্চির প্রাইমারি সেন্সর সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সর থাকবে। 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। IQOO -এর এই ফোনটি কোম্পানির তরফে মাসের শেষের দিকে লঞ্চ করা হবে বলে অনুমান করা হচ্ছে। কানাঘুষোয় শোনা যাচ্ছে 20 তারিখের আশপাশে আসবে এই ফোন। 

Motorola Razr 40 Series

মে মাসে এই সিরিজের ফোনগুলো ইতিমধ্যেই বিশ্ববাজারে লঞ্চ করে গিয়েছে। তাই আশা করা হচ্ছে এই ফোনগুলো এই মাসের মধ্যেই লঞ্চ করা হবে। Moto Razr 40 ফোনে Snapdragon -এর 7 জেন প্রসেসর থাকবে বলেই অনুমান করা হচ্ছে। এখানে 4200 mAh ব্যাটারি থাকতে পারে।

1.5 ইঞ্চির কভার স্ক্রিন আছে এই ফোনে। এখানে 60 Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। এছাড়া মেইন ডিসপ্লেতে 144 HZ রিফ্রেশ রেট এবং 1080p রেজোলিউশন সহ একটি ডিসপ্লে পাওয়া যাবে। যদিও এই ফোনের ক্যামেরা কোয়ালিটি অত ভাল নয়। 

Razr 40 Ultra -এ আছে 3.6 ইঞ্চির একটি কভার ডিসপ্লে। এখানে 144 Hz রিফ্রেশ রেট পাবেন। অন্যদিকে এই ফোনের মূল ডিসপ্লেতে পাবেন 165 Hz রিফ্রেশ রেট। এখানে 3800 mAh ব্যাটারি পাবেন সঙ্গে এই ফোনে Snapdragon 8+ Gen 1 প্রসেসর থাকবে। 

Moto Razr 40 ফোনটির দাম দেশে 60,000 টাকা থেকে শুরু হতে পারে। অন্যদিকে Moto Razr 40 Ultra ফোনটির দাম 95,000 টাকা থেকে শুরু হতে পারে। যদিও এখনও Motorola -এর তরফে এই ফোনের লঞ্চের দিনক্ষণ প্রকাশ্যে আনা হয়নি। কিন্তু অনুমান করা হচ্ছে এই ফোনগুলো জুনের মাঝামাঝি লঞ্চ করবে দেশে। 

এই Moto Razr 40 সিরিজের সঙ্গে Moto Edge 40 Pro নামক একটি ফোনও দেশে লঞ্চ করতে পারে। এখানে 165 HZ রিফ্রেশ রেট সহ একটি ডিসপ্লে থাকতে পারে। এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে যেখানে 50, 12 এবং 50 মেগাপিক্সেলের সেন্সর থাকবে তিনটি।

আরও পড়ুন: Poco X5 Deal alert: একবারে 6,000 কমল Poco-এর এই ফোনের দাম, 25% ছাড়ের পর এখন কত টাকায় কেনা যাচ্ছে?

Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকতে পারে এই ফোনে। এছাড়া USB টাইপ সি পোর্ট, ওয়্যারলেস চার্জিং, সহ একাধিক অত্যাধুনিক ফিচার থাকবে এই ফোনে। IP68 রেটিং নিয়ে ভারতে আসতে পারে এই ফোন।

ভারতে এটি OnePlus 11 -কে টক্কর দেবে বলেই অনুমান করা হচ্ছে। এটির দাম দেশে 55,000 টাকার আশপাশে রাখা হবে।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :