REDMI Y3 VS REDMI NOTE 7 : 10,000 টূোকো দামের মধ্যে কোন ডিভাইসটি আপনার জন্য ভাল

Updated on 03-May-2019
HIGHLIGHTS

Redmi Note 7 vs Redmi y3 ফোনের স্পেক্সের তুলনা করি তবে Redmi Note 7 ফোনটিতে আপনার 8MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন

আর এছাড়া এই ফোনের দাম 10,000 টাকার মধ্যে

আর এই দুটি ফোনে আপনারা P2i Nano-Coating

সবে গত সপ্তাহে Xiaomi ভারতে তাদের একটি ইভেন্টের সময়ে ভারতের বাজারে সেলফি সেন্ট্রিক মোবাইল ফোন Redmi Y3 লঞ্চ করেছে, আর এছাড়া এর সঙ্গে কোম্পানি Redmi Not 7 ফোনটিও ভারতে লঞ্চ করেছিল। আর আমরা যদি Redmi Note 7 vs Redmi y3 ফোনের স্পেক্সের তুলনা করি তবে Redmi Note 7 ফোনটিতে আপনার 8MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন, আর এছাড়া এই ফোনের দাম 10,000 টাকার মধ্যে। আর Redmi Y3 র তুলনায় এর দাম 1000 টাকা বেশি। আর এই দুটি ফোনে আপনারা P2i Nano-Coating পাবেন যা এদের কোম্পানি অনুসারে স্প্ল্যাশ প্রুফ বানিয়েছে।

আর শুধু তাই না এই দুটি ফোনের স্পেক্সের মধ্যেও অনেক পার্থক্য আছে,। Redmi Y3 ফোনটিতে আপনারা একটি 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ পাবেন। আর এই ডিভাইসটির এই মডেলের দাম 9,999 টাকা। আর এছাড়া এই ফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 11,999টাকা। আর এই সময়ে Redmi Note 7 ফোনটি একে করা প্রতিযোগিতায় ফেলছে। আসুন দেখা যাক যে Redmi Y3 না Redmi Note 7 কোন ফোনটি আপনার জন্য বেশি ভাল।

REDMI Y3 র থেকে REDMI NOTE 7 কী করে ভাল

Redmi Note 7 ফোনটিতে আপনারা একটি FHD+ স্ক্রিন পাবেন আর এটি 409 PPI  যুক্ত আর সেখানে আমরা যদি Redmi Y3 ফোনটি দেখি তবে এই ফোনটিতে আপনারা HD+ স্ক্রিন 269 PPI য়ের সঙ্গে পাবেন।

Redmi Note 7 ফোনটিতে আপনারা একটি গ্লাস স্যানডুইচ ডিজাইন পাবেন, আর এটি ভাল আর সেখানে Redmi Y3 তে আপনারা শক্তিশালী পলিকার্বোনেট বডি পাবেন।

Redmi Note 7 ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার পাবেন, আর সেখানে Redmi Y3 ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 632 পাবেন।

REDMI NOTE 7 য়ের তুলনায় REDMI Y3 ভাল কী করে

আমরা যদি Redmi Y3 ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা একটি 32MP র সেলফি ক্যামেরা পাবেন আর সেখানে যদি আমরা Redmi Note 7 ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা একটি 13MP র সেলফি ক্যামেরা পাবেন।

Redmi Y3 ফোনে আপনারা ক্যামেরাতে EIS ফিচার পাবেন আর যা আপনারা Redmi Note 7 ফোনে দেখতে পাবেন না।

সেলফির জন্য Redmi Y3 ফোনে প্লাম শাটার আছে যা Redmi Note 7 ফোনে নেই।

Redmi Y3 ফোনটিতে আপনারা একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কাত্তডের সাপোর্ট পাবেন আর সেখানে Redmi Note 7 ফোনে একটি হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :