এবার ফিচার ফোনেও কাজ করবে কলার ID ফিচার, truecaller এয়ারটেলের সঙ্গে হাত মেলাল

এবার ফিচার ফোনেও কাজ করবে কলার ID ফিচার, truecaller এয়ারটেলের সঙ্গে হাত মেলাল
HIGHLIGHTS

এই সার্ভিস এর জন্য ইউযার্সদের ইন্টারনেট এর দরকার হবে না

কলার ID অ্যাপ Truecaller ভারতের সবথেকে বড় টেলিকম কোম্পানি নেটওয়ার্ক প্রোভাইডার এয়ারটেল এর সঙ্গে পার্টনারশিপ করেছে. এই পার্টনারশিপের মাধ্যমে ফিচার ফোনে ইন্টারনেট ছাড়াই কলার আইডি ফিচার কাজ করবে. এয়ারটেলের ফিচার ফোন গুলি truecaller এর ডাটা বেস থেকে ডাটা নিতে পারবে.

কলার ID র ব্যাপারে খবর ইউযার্সদের কাছে ফ্ল্যাশ মেসেজ এর মাধ্যমে পাঠানো হবে. এই সার্ভিস এর জন্য ইউযার্সদের ইন্টারনেটের দরকার হবে না. এর জন্য ইউযার্সদের কেবল "Airtel Truecaller ID" র ব্যবহার করতে হবে.

ভারতে এই সার্ভিসের রোল আউট এপ্রিল থেকে শুরু জয়ে যাবে. এপ্রিলের পরে ফিচার ফোন এয়ারটেল ইউযার্সরা এই সার্ভিস এর সুবিধা পেতে পারবনে. Truecaller এর CEO নামী জারিংলম বলেছেন যে ভারতে এখনও 65 শতাংশ ইউযার্সদের কাছে ফিচার ফোন আছে.

এই সার্ভিসটি কেবল সেই সব ইউজার্সরা পাবেন যারা এয়ারটেল ব্যবহার করেন. আপনাদের জানিয়ে রাখি যে Truecaller একটি অ্যাপলিকেশন যা অ্যান্ড্রইয়েড ও iOS দুটি অপারেটিং সিস্টেমে চলে. এই অ্যাপের মাধ্যমে কল রিসিভ করার আগে আপনি কলারের কলার ID দেখতে পাবেন.

সোর্স:

 

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo