Android 14-এর সেরা ফিচার: স্যাটেলাইট কানেকশন, পুরনো অ্যাপ ব্লক করা সহ আর কোন সুবিধা পাবেন

Android 14-এর সেরা ফিচার: স্যাটেলাইট কানেকশন, পুরনো অ্যাপ ব্লক করা সহ আর কোন সুবিধা পাবেন
HIGHLIGHTS

অ্যান্ড্রয়েড 14 -এর বিটা 3 ভার্সন Pixel ফোনে উপলব্ধ হল

এই নতুন সফটওয়্যার আপডেট একগুচ্ছ নতুন ফিচার আনতে চলেছে

থাকবে ব্যাটারি সেভার থেকে পুরনো অ্যাপ ব্লক করার মতো সুবিধা

Google-এর তরফে অ্যান্ড্রয়েড 14 -এর বিটা 3 ভার্সন নিয়ে আসা হল। আশা করা হচ্ছে এই মাসের শেষেই সমস্ত ব্যবহারকারীদের জন্য এই অ্যান্ড্রয়েড 14 নিয়ে আসা হবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে ব্যবহারকারীরা Google -এর স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 -এর বিটা 3 ভার্সন ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এবং নিজেরাই দেখে নিতে পারেন এখানে নতুন কোন সুবিধা বা ফিচার যোগ হয়েছে। 

Google -এর তরফে এখন তাদের সিস্টেমকে সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়। এর আগে মিষ্টির নামে নাম রাখা হতো। যদিও অভ্যন্তরীণ ভাবে মিষ্টি এর যোগসূত্র এখনও বজায় রাখা হচ্ছে। অ্যান্ড্রয়েড 14 -এর নাম তাই Upside Down Cake দেওয়া হয়েছে। 

কবে অ্যান্ড্রয়েড 14 এর স্টেবল ভার্সন আসবে? 

অপারেটিং সিস্টেমের তরফে এটিকে কোয়ার্টার 3 নিয়ে আসা হতে পারে। OEM -এর জন্য এই অপারেটিং সিস্টেমের স্টেবল ভার্সন আসতে এখন তাই ঢের দেরি। বিটা 3 ভার্সন সব Google ফোনগুলোর জন্য নিয়ে আসা হল।

iOS 17 বাজারে আসার পর থেকে অ্যান্ড্রয়েড 14 নিয়ে চর্চা যেন আরও জোরদার হয়েছে। তাই এই অ্যান্ড্রয়েড 14 -এর কিছু জরুরি ফিচার যা যা এখানে দেখা যেতে পারে সেটার তালিকা দেখুন। 

অ্যান্ড্রয়েড 14 এর ফিচার –

লার্জ ফন্ট

এখানে 200% বড় ফন্ট দেখা যাবে Android 13 -এর 130% এর তুলনায়। নন লিনিয়ার স্কেলিং -এর সুবিধা মিলবে এখানে। 

নোটিফিকেশন ফ্ল্যাশ

নোটিফিকেশন ফ্ল্যাশ অন করার সুবিধা পাওয়া যাবে এখানে। ক্যামেরা ফ্ল্যাশ জ্বলে বন্ধ হয়ে যাবে কোনও নোটিফিকেশন এলে । 

Android 14

আঞ্চলিক ভাষা 

ফ্রেঞ্চ, জার্মান, ইত্যাদির মতো আঞ্চলিক ভাষার সুবিধা মিলবে এখানে। জেন্ডার, বিশেষ্য পদ, ইত্যাদির উপর জোর দেওয়া হয়েছে যাতে অনুবাদ করার সময় খারাপ মানের অনুবাদ না হয়। 

অ্যান্ড্রয়েড 14 এর ব্যাটারি ফিচার –

এই সিস্টেম আবার পুরনো ফিচার স্ক্রিন টাইম সিনস লাস্ট ফুল চার্জ দেখা যাবে। এটার সাহায্যে ব্যবহারকারীরা বুঝতে পারবেন চার্জ দেওয়ার পর কতক্ষন আপনার ফোনে চার্জ থাকছে। 

অন্যান্য সুবিধা

ব্যাক গ্রাউন্ডে কোনও কাজ চললে বা বড় ফাইল ডাউনলোড করার সময় যাতে ব্যাটারি এফিসিয়েন্সি বজায় থাকে সেই দিকে নজর দেওয়া হবে। একই সঙ্গে ইন্টারনাল ব্রডকাস্ট সিস্টেমকে উন্নত করবে। 

অ্যান্ড্রয়েড 14 এর ক্রস ডিভাইস ফিচার

1. Google -এর তরফে ক্রস ডিভাইস ফিচারের উপর অনেকদিন ধরেই কাজ করা হচ্ছে। এখন এখানে উইন্ডো সাইজ থেকে স্লাইডিং প্যানেল লেআউট, ইত্যাদির উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: iOS 17-এর এই নয়া 5 ফিচার আগে থেকেই অ্যান্ড্রয়েডে উপলব্ধ! কী কী? রইল তালিকা

2. অ্যান্ড্রয়েড 14 ব্যবহারকারীদের অ্যাপ বিল্ড করতে সাহায্য করবে এবং সেটার সঙ্গে ডিভাইসের ক্রস ডিভাইস SDK প্রিভিউ দেবে। 

অ্যান্ড্রয়েড 14 প্রাইভেসি ফিচার

পুরনো অ্যাপ ব্লক করা

Lollipop API -এর জন্য তৈরি করা অ্যাপ ব্লক করে দেবে এটি। ম্যালওয়্যার আটকানোর জন্য এই পদক্ষেপ নিচ্ছে Google। 

Passkey এবং পিন প্রাইভেসি

ম্যালওয়্যারের হাত থেকে পুরোপুরি মুক্তি পেতে Google এখন ইন্টেন্ট সিস্টেম এবং ডায়নামিক কোড লোডিং এর উপর কাজ করছে। 

Android 14

পার্শিয়াল মিডিয়া শেয়ারিং

এর আগে অ্যান্ড্রয়েড -এর ফোন আপনাকে জিজ্ঞেস করত যে আপনি কি কোনও ফাইল পাঠাতে চান? হ্যাঁ কী না? এখন এটার সাহায্যে ব্যবহারকারীরা কোনও ফাইলের যতটা পাঠানো দরকার ঠিক ততটা পাঠাতে পারবেন। 

অ্যান্ড্রয়েড 14 এর কাস্টোমাইজেশন ফিচার

কাস্টোম লক স্ক্রিন

এই নতুন ভার্সনে ব্যবহারকারীরা ডিভাইসের থিম নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবেন। নিজের জন্য সেরাটা বেছে নিতে পারবেন। 

অডিও এবং ছবি

ওয়্যার্ড হেডফোন ব্যবহার করতে 10 বিট HDR -এর সুবিধা পাবেন ব্যবহারকারীরা যা তাঁদের আরও বেশি উন্নত মানের ছবি এবং অডিও পেতে সাহায্যে করবে। 

আরও পড়ুন: DSLR-কে ফিচারের নিরিখে টেক্কা দেবে Realme 11 Pro+, 200 MP ক্যামেরা, সুপার জুম সহ আর কোন সুবিধা পাবেন

এছাড়াও ক্লোন অ্যাপের সুবিধা পাওয়া যাবে এখানে। অর্থাৎ আপনি এক ফোনে চাইলে দুটো WhatsApp দুটো অ্যাকাউন্টে চালাতে পারবেন। 

স্যাটেলাইট কানেকটিভিটির সুবিধা পাবেন। অ্যান্ড্রয়েড 14 -এর সঙ্গে এই ফিচার আনা হচ্ছে। এটা ভারতীয়দের জন্য বিশেষ উপকারী না হলেও অন্যান্য দেশের বাসিন্দাদের সাহায্য করবে। 

অপ্রয়োজনীয় বা ফোর্সড অ্যাপ্লিকেশনের ঝামেলা পোহাতে হবে না আর। চুপিসারে কোনও Bloatware ডাউনলোড হলেও সেটাকে দ্রুত আনইনস্টল করতে সাহায্য করবে এটি।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo