আপনি গেম খেলতে ভীষণ ভালোবাসেন। সুযোগ পেলেই গেম খেলেন ফোনে? এখন এই শখ মেটানোর জন্য আর দামী ফোনের প্রয়োজন নেই।
20,000 টাকার মধ্যে একাধিক ফোন কিনতে পারবেন যার সাহায্যে আপনি আপনার গেমিংয়ের শখ মেটাতে পারেন। তালিকায় রাখতে পারেন এই ফোনগুলো।
পারফরমেন্সের পাওয়ার হাউজ হল এই ফোন। এখানে MediaTek Helio G95 প্রসেসর আছে যার সাহায্যে আপনি কোনও সমস্যা ছাড়াই দারুন পারফরমেন্স পাবেন। এছাড়া আছে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি, যার সাহায্যে এক চার্জে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করা যায়।
একই সঙ্গে পাবেন 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। তবে এসডি কার্ডের সাহায্যে এটি 512 GB পর্যন্ত বাড়ানো যাবে। এখানে Full HD+ AMOLED ডিসপ্লে সহ 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ কোয়াড ক্যামেরা আছে। Amazon -এ এই ফোনের দাম 18,499 টাকা।
MediaTek Dimensity 920 5G প্রসেসরের সাহায্যে চলে এই ফোনটি। এখানে এর সঙ্গে পাবেন 6.38 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনেও। 44W ফাস্ট চার্জিং -এর ক্ষমতাও আছে এই ফোনে।
ফলে গেম খেলতে গিয়ে যদি চার্জ ফুরিয়ে যায় দ্রুত চার্জ দেওয়া সম্ভব হবে এই ফোনের। 25 মিনিটে 50% চার্জ হতে পারে এই ফোনের। ফলে এই ফোনটি যে সব দিক থেকেই গেম চেঞ্জার সেটা স্পষ্ট। এই ফোনটিকে Amazon থেকে কিনুন মাত্র 19,999 টাকায়।
64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনে। এখানে 120 Hz রিফ্রেশ রেট সহ 6.59 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে। এটি চলে Qualcomm Snapdragon 695 প্রসেসরের সাহায্যে। অর্থাৎ বুঝতেই পারছেন এই ফোনে যেমন গেম খেলার জন্য বড় ডিসপ্লে পাবেন তেমনই আছে শক্তিশালী প্রসেসর।
এছাড়া 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি আছে। অ্যান্ড্রয়েড 12 -এর সাহায্যে চলে এটি। এটির দামে খন Amazon -এ মাত্র 17,999 টাকা।
এখানে MediaTek Dimensity 810 প্রসেসর আছে যার সাহায্যে আপনি কোনও সমস্যা ছাড়াই দারুন পারফরমেন্স পাবেন। এখানে 90 Hz রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে আছে এই ফোনে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে এখানে।
এছাড়া আছে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি, যার সাহায্যে এক চার্জে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করা যায়। একই সঙ্গে পাবেন 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। Amazon -এ এই ফোনের দাম 18,499 টাকা।
OnePlus -এর এই ফোন Qualcomm Snapdragon 695 প্রসেসরের সাহায্যে চলে। এখানে এর সঙ্গে পাবেন 6.72 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে। 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে।
67W সুপার VOOC চার্জিং -এর সুবিধা সহ এখানে 5000 mAh -এর শক্তিশালী ব্যাটারি পাবেন। ফলে এই ফোনটি যে সব দিক থেকেই গেম খেলা জন্য আদর্শ সেটা স্পষ্ট। এই ফোনটিকে Amazon থেকে কিনুন মাত্র 19,999 টাকায়।
50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনে। এখানে 90 Hz রিফ্রেশ রেট সহ 6.56 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলে এটি।
এছাড়া 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি আছে। 8 GB RAM পাওয়া যাবে এখানে। এটির দামে খন Amazon -এ মাত্র 18,999 টাকা।
এখানে নির্বিঘ্নে গেম খেলার জন্য আছে MediaTek Helio G96 প্রসেসর। সঙ্গে আছে Mali G57 MC2 GPU। 120 HZ রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির একটি Full HD ডিসপ্লে আছে এখানে।
50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার পাবেন এই ফোনে। 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি পাবেন নিশ্চিন্তে গেম খেলার জন্য। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। এই ফোনের দাম 12,499 টাকা রাখা হয়েছে এখন Amazon -এ।