6000mAh ব্যাটারি সহ এই 5 শক্তিশালী 5G স্মার্টফোন কিনুন 15000 টাকার বাজেটে, সবচেয়ে সস্তা 11,999 টাকার

6000mAh ব্যাটারি সহ এই 5 শক্তিশালী 5G স্মার্টফোন কিনুন 15000 টাকার বাজেটে, সবচেয়ে সস্তা 11,999 টাকার

বর্তমান সময় স্মার্টফোনে পাওয়ারফুল ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচারের খুপ প্রয়োজন হয় উঠেছে। আপনি এমন একটি স্মার্টফোন খুঁজছেন যা একবার চার্জে পুরো দিন ভাল ব্যাটারি লাইফ অফার করে এবং লিমিটেড বাজেট, তবে এই খবর আপনার কাজে আসবে। এই খবরে আমরা 6000mAh বড় ব্যাটারি সহ বাজেট ফোনের লিস্ট তৈরি করেছি। 6000mAh ব্যাটারি সহ আসা এই ফোনগুলি 15000 টাকার কম দামে বাজারে পাওয়া যাবে। এই তালিকায় Samsung Galaxy, Motorola, iQOO মতো স্মার্টফোন রয়েছে।

6000mAh ব্যাটারি সহ 5 সেরা স্মার্টফোন কোনগুলি

Motorola G64 5G

মোটোরোলা জি64 5জি ফোনটি মিড-রেঞ্জ সেগামেন্টে 6000mAh ব্যাটারি সহ আসে। স্মার্টফোনটি একবার চার্জে এক দিন পুরো চলে। বাকি ফিচার হিসেবে এতে MediaTek Dimensity 7025 চিপসেট দেওয়া। এটি Android 14 অপারেটিং সিস্টামে কাজ করে। ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া যা 50MP+8MP সেন্সর সহ আসে। মোটোরোলা এর এই ফোনটি 14,999 টাকার শুরুর দামে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: লঞ্চের আগে ফাঁস হল Samsung Galaxy S25 Series ফোনের দাম, OnePlus 13, iPhone 16 থেকে সস্তা হবে নাকি দামি, জানুন

Samsung Galaxy M15 5G Prime Edition

Samsung Galaxy M15 5G Prime Edition with 6000mAh battery

স্যামসাং গ্যালাক্সি এম15 5জি ফোনটি 6000mAh এর বড় ব্যাটারি দেওয়া যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনের বাকি ফিচার হিসেবে এতে MediaTek Dimensity 6100+ প্রসেসর রয়েছে। ফোনটি ট্রিপল রিয়ার ব্যাটারি সেটআপ সহ আসে। এটি 50MP মেইন সেন্সর, 5MP আল্ট্রা ওয়াইড এবং 2MP ম্যাক্রো ক্যামেরা অফার করে। ফ্রন্টে 13MP সেলফি ক্যামেরা রয়েছে। Amazon সাইটে 11,999 টাকায় বিক্রি হচ্ছে।

iQOO Z9x 5G

আইকিউ জি9এক্স ফোনটি মিডরেঞ্জ সেগামেন্টে 6000mAh ব্যাটারি সহ আসে। ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া ফোনটি Snapdragon 6 Gen 1 প্রসেসর, 50MP মেইস সেন্সর সহ ডুয়াল ক্যামেরা মতো ফিচার অফার করে। আইকিউ এর এই ফোনটি 4GB RAM সহ 11,999 টাকা কেনা যাবে।

Samsung Galaxy M35 5G

স্যামসাং গ্যালাক্সি এম35 ফোনের 6GB RAM মডেলটি 15 হাজার টাকার দামে কেনা যাবে। ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 25W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এছাড়া ফোনটি Exynos 1380 প্রসেসরে কাজ করে। সাথে রয়েছে 50MP প্রাইমারি সেন্সর।

Vivo T3x 5G

ভিভো টি3এক্স 5G ফোনে পাওয়ার দিতে 6000mAh ব্যাটারি সহ 44W USB টাইপ-C ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। ফোনটি Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসরে কাজ করে। সাথে এতে 50MP+2MP রিয়ার এবং 8MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

আরও পড়ুন: 2025 সালের BSNL এর 200 টাকার কম দামের সেরা রিচার্জ প্ল্যান, মিলবে ডেটা-কলিং, Jio-Airtel এর বাড়িয়ে দিল টেনশন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo