Top 5G smartphone deals on Flipkart Month End Mobile Festival sale
অনলাইন শপিং সাইট Flipkart এ চলছে Month End Mobile Festival সেল। এই সেলটি 31 মার্চ পর্যন্ত চলবে, যেখানে প্রিমিয়াম থেকে সস্তা স্মার্টফোনে দুর্দান্ত ছাড় পাওয়া যাবে। আপনি যদি পুরনো ফোন আপগ্রেড করার কথা ভাবছেন এবং নতুন ডিভাইস কিনতে চান তবে এখানে সেরা ডিল সহ কিছু স্মার্টফোনের কিছু তালিকা।
ভিভোর এই স্মার্টফোনটি সেলে 22,999 টাকার দামে লিস্ট করা হয়েছে। কোম্পানি সমস্ত ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড পেমেন্টে 2000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। যার পরে ফোনটি 20,999 টাকায় কেনা যাবে। ভিভো ফোনে 50MP ডুয়াল ক্যামেরা এবং 16MP সেলফি ক্যামেরা দেওয়া। পাওয়ার দিতে ফোনে 5500mAh ব্যাটারি রয়েছে।
নাথিং এর নতুন ফোন 3a লঞ্চ হওয়ার পর পুরনো মডেলে অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। এই সেল চলাকালীন ফোনটি মাত্র 17,999 টাকায় বিক্রি হচ্ছে। এই দামে ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেল কেনা যাবে। ফোনের রিয়ারে 50MP মেইন ক্যামেরা এবং 50MP সেকেন্ডারি সহ ডুয়াল ক্যামেরা সিস্টাম দেওয়া।
স্যামসাং গ্যালাক্সি এস24+ 5জি ফোনটি 56,999 টাকা দামে লিস্ট করা হয়েছে। তবে কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে এই স্মার্টফোনে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। তবে বলে দি যে এই ফোনটি 67,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। ফোনে 6.7-ইঞ্চি কোয়াড HD+ ডিসপ্লে দেওয়া। রিয়ারে 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। ফোনটি এক্সিনোস 2400 প্রসেসরে কাজ করে।
সম্প্রতি গুগল পিক্সেল 9এ লঞ্চ করা হয়েছে। যার পরে পিক্সেল 8এ সস্তায় বিক্রি হচ্ছে। এই ফোনটি 37,999 টাকা দামে কেনা যাবে। এতে 6.7-ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং 64MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। ফোনটি Tensor G3 প্রসেসরে কাজ করে।
আরও পড়ুন: চোখ ধাঁধানো ফিচার এবং সবচেয়ে শক্তিশালী Poco F7 Ultra এবং Poco F7 Pro লঞ্চ, জানুন দাম কত