Pixel 7a থেকে Poco F5: 2023-এর মে মাসে লঞ্চ হওয়া যে 5 ফোন আপনার নজর কাড়বেই

Pixel 7a থেকে Poco F5: 2023-এর মে মাসে লঞ্চ হওয়া যে 5 ফোন আপনার নজর কাড়বেই
HIGHLIGHTS

Pixel 7a এবং Pixel Fold ফোন দুটি Google এই মাসেই লঞ্চ করেছে

Poco -এর তরফে লঞ্চ করা হয়েছে Poco F5

বাদ যায়নি Oppo F23 5G ফোনটিও

2023 -এর অর্ধেকটা প্রায় পেরিয়ে এসেছি। আর দেখতে দেখতে ভারতীয় বাজারে একাধিক নতুন নতুন ফোন ইতিমধ্যেই লঞ্চ করে গিয়েছে। ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া Samsung Unpacked Conference থেকে Google I/O ইভেন্ট সহ একাধিক অনুষ্ঠান হয়েছে। আর এখানে Samsung Galaxy S23 Ultra সহ Pixel 7a -এর মতো একাধিক ফোন লঞ্চ হয়েছে।

চলতি মাসেই বাজারে এসেছে বহু ফোন। এর মধ্যে সেরা 5 এর খুঁটিনাটি জানুন। 

Google Pixel 7a

ডিসপ্লে – এই ফোনে আছে 6.1 ইঞ্চির OLED ডিসপ্লে সহ 90 HZ রিফ্রেশ রেট। 

ক্যামেরা – এই ফোনে আছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 13 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর। 

স্টোরেজ – 128 GB ইন্টারনাল স্টোরেজ এবং 8 GB RAM আছে। 

প্রসেসর – Google Tensor G2 প্রসেসর আছে এখানে সঙ্গে অ্যান্ড্রয়েড 13। 

এটি 11 মে লঞ্চ করেছে। দাম 43,999 টাকা।

আরও পড়ুন: Infinix আনছে Note series এর নতুন স্মার্টফোন, থাকবে 108 মেগাপিক্সেল ক্যামেরা

Poco F5 

ডিসপ্লে – এখানে 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে সহ আছে Dolby Vision এবং 120 Hz রিফ্রেশ রেট। 

ক্যামেরা – 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটো সেন্সর আছে এখানে। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে। 

স্টোরেজ – 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ, 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল আছে এই ফোনে। 

প্রসেসর – অ্যান্ড্রয়েড 13 সহ Qualcomm Snapdragon 7+ Gen 2 প্রসেসর আছে। 

এটা 9 মে লঞ্চ করেছে দাম 29,999 টাকা। 

Top 5 phones of may 2023

Realme 11

ডিসপ্লে – এখানে 6.43 ইঞ্চির AMOLED ডিসপ্লে সহ 90 Hz রিফ্রেশ রেট আছে। 

ক্যামেরা – 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের সেন্সর আছে এখানে। 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে। 

স্টোরেজ – 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল আছে এই ফোনে। 

প্রসেসর – অ্যান্ড্রয়েড 13 সহ MediaTek Dimensity 6020 প্রসেসর আছে। 

এটা 10 মে লঞ্চ করেছে দাম 18,990 টাকা। 

আরও পড়ুন: 25,000-এর মধ্যে সেরা মোবাইল চান? বেছে নিন Samsung, Redmi সহ বিভিন্ন ব্র্যান্ডের এই ফোনগুলো

Google Pixel Fold

ডিসপ্লে – এখানে 6.8 ইঞ্চির AMOLED ডিসপ্লে সহ 120 Hz রিফ্রেশ রেট এবং HDR 10+ সাপোর্ট আছে। 

ক্যামেরা – 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 10.8 এবং 10 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর আছে এখানে। 8 এবং 9.5 মেগাপিক্সেলের দুটো ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে। 

স্টোরেজ – 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল আছে এই ফোনে। 

প্রসেসর – অ্যান্ড্রয়েড 13 সহ Google Tensor G2 প্রসেসর আছে। 

এটা 11 মে লঞ্চ করেছে দাম 1,47,490 টাকা। 

Top 5 phones of may 2023

Oppo F23 5G

ডিসপ্লে – এখানে 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে সহ 120 Hz রিফ্রেশ রেট আছে। 

ক্যামেরা – 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর আছে এখানে। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে এই ফোনে। 

স্টোরেজ – 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল আছে এই ফোনে। 

প্রসেসর – অ্যান্ড্রয়েড 13 সহ Qualcomm Snapdragon 695 প্রসেসর আছে। 

এটা 15 মে লঞ্চ করেছে দাম 24,999 টাকা।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo