অনেকেই আছেন যাঁরা বড় স্ক্রিন বা ডিসপ্লে পছন্দ করেন, অনেকেই আবার ছোট ফোন হাতে নিতেই বেশি পছন্দ করেন। তবে সাইজে ছোট বলে যে এই ফোনগুলোতে ফিচার কম থাকে এমনটা নয়। বরং ঠাসা ফিচার থাকে।
এখানে আপনি প্রিমিয়াম থেকে বাজেট ফোন সবই পাবেন। দেখুন বাজারের সেরা 5 কমপ্যাক্ট ফোন।
এটি একটি প্রিমিয়াম ফোন যেখানে আপনি IP 68 রেটিং পেয়ে যাবেন, অর্থাৎ এটি জল এবং ধুলো দুটোই প্রতিরোধ করতে সক্ষম। এছাড়া এখানে ওয়্যারলেস চার্জিং সহ প্রিমিয়াম গ্লাস মেটাল ডিজাইন আছে।
এখানে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। 6.1 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে আছে। 3900 mAh ব্যাটারি আছে এই ফোনে
Samsung Galaxy S23 -এর মতোই এটিও একটি প্রিমিয়াম ফোন যার সাইজ ছোট হলেও আছে ব্যাপক সব ফিচার। এটি সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। এছাড়া ব্যবহারের ক্ষেত্রে দুর্দান্ত অভিজ্ঞতা পাওয়া যায়। দারুন পারফরমেন্স পাওয়া যাবে এই ফোনে।
আরও পড়ুন: Realme C53 India Launch:108MP ক্যামেরা নিয়ে শীঘ্রই দেশে আসছে রিয়েলমির সস্তার ফোন, লঞ্চ কবে?
5.4 ইঞ্চির একটি সুপার রেটিনা ডিসপ্লে রয়েছে এই ফোনে। 12 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে।
এখানে 6.1 ইঞ্চির একটি OLED ডিসপ্লে রয়েছে এই ফোনে। এই ফোনে গ্রাহকরা দুর্দান্ত ক্যামেরা পাবেন। এটি পরিচালিত হয় Tensor G2 প্রসেসরের সাহায্যে। 90 Hz রিফ্রেশ রেট রয়েছে এই ফোনের ডিসপ্লেতে।
এটিও আরও একটি দুর্দান্ত স্মার্টফোন যা প্রিমিয়াম না হলেও এখানেও ভরপুর ফিচার রয়েছে। এখানে দুর্দান্ত একটি বিল্ড আছে। 4.7 ইঞ্চির একটি সুপার রেটিনা ডিসপ্লে রয়েছে এই ফোনে।
এটি 5G পরিষেবা সাপোর্ট করে। এটি Apple -এর সব থেকে সস্তার 5G ফোন।
আরও পড়ুন: Nothing Phone (2) Vs Google Pixel 7: কোথায় আছে দুর্দান্ত সব ফিচার? দুটোর তুলনায় কোন ফোন সেরা?
এটি অনেকটা Galaxy S23 -এর মতো। এখানে Snapdragon 8 Gen 2 প্রসেসর আছে। Asus -এর এই ফোনে 3.5 mm অডিও জ্যাক আছে। তবে এই ফোনটি এখনও ভারতে লঞ্চ করেনি।