অনেকেরই ফটোগ্রাফির নেশা থাকে। কিন্তু অর্থের অভাবে DSLR বা দামী ক্যামেরা ফোন কেনা হয় না। তাই মন খারাপ করে লাভ নেই, সাধ এবং স্বপ্ন দুই পূরণ করুন বাজেট। বেছে নিন 10,000 টাকার মধ্যেই এই দারুন ক্যামেরা ফোন।
তালিকায় রাখুন Poco, Itel, Samsung -এর এই ফোনগুলো।
এই ফোনটির দাম 10,000 টাকার মধ্যেই। এখানে ডুয়াল ক্যামেরা থাকলেও দুর্দান্ত ছবি তোলা যাবে এটার সাহায্যে। আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর।
LED ফ্ল্যাশের সুবিধাও আছে এখানে। ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার জন্য পাবেন 5 মেগাপিক্সেলের সেন্সর।
এছাড়া এই ফোনে আছে MediaTek Helio G85 প্রসেসর সহ 4 GB RAM। 6.71 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। 5000 mAh ব্যাটারি পাবেন এখানে। এটির দাম 7,999 টাকা।
এখানেও ডুয়াল ক্যামেরা আছে, ফোন ফটোগ্রাফির জন্য এটিকে বাছতে পারেন। এখানে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 0.08 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। LED ফ্ল্যাশের সুবিধাও আছে এখানে।
ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার জন্য পাবেন 8 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়া এই ফোনে আছে Unisoc T606 প্রসেসর সহ 8 GB RAM। 90 Hz রিফ্রেশ রেট সহ একটি 6.6 ইঞ্চির IPS LCD ডিসপ্লে।
5000 mAh ব্যাটারি পাবেন এখানে। এটির দাম 8,799 টাকা।
এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর আছে। LED ফ্ল্যাশের সুবিধাও আছে এখানে। ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার জন্য পাবেন 8 মেগাপিক্সেলের সেন্সর।
এছাড়া এই ফোনে আছে MediaTek Helio G99 প্রসেসর সহ 4 GB RAM। 90 Hz
এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 5 এবং 2 মেগাপিক্সেলের দুটি সেরিফ্রেশ রেট সহ একটি 6.58 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি পাবেন এখানে। এটির দাম 8,999 টাকা।
এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ 5 এবং 2 মেগাপিক্সেলের দুটি সেন্সর পাবেন এই ফোনে। LED ফ্ল্যাশের সুবিধাও আছে এখানে। ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার জন্য পাবেন 8 মেগাপিক্সেলের সেন্সর।
এছাড়া এই ফোনে আছে Exynos 850 প্রসেসর সহ 4 GB RAM। 60 Hz রিফ্রেশ রেট সহ একটি 6.6 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ শক্তিশালী 6000 mAh ব্যাটারি পাবেন এখানে। এটির দাম 9,699 টাকা।
এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা 8 এবং 2 মেগাপিক্সেলের আরও দুটি সেন্সর। LED ফ্ল্যাশের সুবিধাও আছে এখানে। ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার জন্য পাবেন 16 মেগাপিক্সেলের সেন্সর।
এছাড়া এই ফোনে আছে Qualcomm Snapdragon 680 প্রসেসর সহ 4 GB RAM। 6.4 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। টার্বো চার্জিং -এর সুবিধা সহ 5000 mAh ব্যাটারি পাবেন এখানে। এটির দাম 9,999 টাকা।