আজকের সেরা Flipkart ডিল, এই ফোন গুলি আজকে সহজেই কম দামে আপনার হতে পারে

Updated on 09-Nov-2017
HIGHLIGHTS

আজকে এই সেরা ফ্লিপকার্ট ডিলে সোনি, মোটোরোলার মতন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন আছে

ফ্লিপকার্ট প্রায়ই কোন না কোন স্মার্টফোনের ওপরে বিশেষ ডিস্কাউন্ট নিয়ে আসে আজও ফ্লিপকার্ট তেমনি কিছু স্মার্টফোনের ওপর ভাল ডিস্কাউন্ট দেয়। আজকে এই সেরা ফ্লিপকার্ট ডিলে সোনি, মোটোরোলার মতন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন আছে। আপনার যদি এর মধ্যে কিছু পছন্দ হয় তবে আপনি তা সহজেই এখান থেকে নিজের করতে পারবেন। তবে আসুন দেখা যাক আজকের এই স্মার্টফোনের ডিলের তালিকা।

  • LeEco Le Max2 , এই ফোনটি আজকে ১১,৯৯৯ টাকায় ফ্লিপকার্ট থেকে আপনার হতে পারে। এটি ৫৮২ টাকার মান্থলি ইন্সটলমেন্টে কেনা যাচ্ছে। এখান থেকে কিনুন।
  • Moto M (Gold, 64 GB), এই ফোনটি আপনি আজকে ফ্লিপকার্টে ১২,৯৯৯ টাকায় নিজের করতে পারবেন। এত্রি ১,৪৪৫ টাকার নো কস্ট মান্থলি ইন্সটলমেন্টে কেনা যাবে। এখান থেকে কিনুন।
  • LeEco Le 2 x526, এই ফোনটি আজকে ফ্লিপকার্ট থেকে ১৩,২৪৯ টাকায় কেনা যেতে পারে। এই ফোনটি ১,৪৭৩ টাকার নো কস্ট মান্থলি ইন্সটলমেন্টে কেনা যেতে পারে। এখান থেকে কিনুন।
  • Lenovo Phab 2 Plus, আজকে এই স্মার্টফোনটি আপনি ফ্লিপকার্টে ১৩,৯৯৯ টাকায় নিজের করতে পারবেন। এটি নো কস্ট মান্থলি ইন্সটলমেন্টে ১,৫৫৬ টাকায় কেনা যেতে পারে। এখান থেকে কিনুন।
  • Sony Xperia XA Dual , সোনির এই সুন্দর দেখতে স্মার্টফোনটি আপনি আজকে ফ্লিপকার্ট থেকে আপনি ১২,৯৯০ টাকায় নিজের করতে পারবেন। এই ফোনটি নো কস্ট মান্থলি ইন্সটলমেন্টে ১,৪৪৪ টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন।
  • Moto E4 Plus , আজকে এই মোটোরোলার ফোনটি আপনি ফ্লিপকার্ট থেকে ৯,৯৯৯ টাকায় নিজের করতে পারবেন। এটি আপনি আজকে নো কস্ট মান্থলি ইন্সটলমেন্টে ১,১১১ টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন।
  • Lenovo K8 Plus, এই লেনোভোর ফোনটি আপনি আজকে ফ্লিপকার্টে ১০,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এই ফোনটি আপনি নো কস্ট মান্থলি ইন্সটলমেন্টে ১,২২৩ টাকায় কেনা যাবে। এখান থেকে কিনুন।
  • Mi Max 2, আজকে এই ফোনটি আপনি ফ্লিপকার্টে ১৫, ৯৯৯ টাকায় নিজের করতে পারবেন। এই ফোনটি আপনি আজকে নো কস্ট মান্থলি ইন্সাটলমেন্টে ১,৭৭৮ টাকায় কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
Connect On :