Xiaomi Redmi Note 5 আর Note 5 Pro ফোন দুটি আজ দুপুর ১২টায় আপনার হতে পারে

Updated on 22-Feb-2018
HIGHLIGHTS

আজকে Xiaomi Redmi Note 5 ফোনটির দুটি ভেরিয়েন্ট আর Note 5 Pro ফোনটির 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ ভেরিয়েন্টটি কিনতে পাওয়া যাবে

ভারতে সদ্য লঞ্চ হওয়া সাওমির দুটি ফোন আজকে ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাবে। আপনি যদি Xiaomi Redmi Note 5 আর Note 5 Pro ফোন দুটির মধ্যে কোন একটি ফোনবা দুটি ফোনই কিনতে চান তবে আপনি আজকে দুপুর ১২টায় এই দুটি ফোন ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন।
 
তবে আজকে Xiaomi Redmi Note 5 ফোনটির দুটি ভেরিয়েন্ট আর Note 5 Pro ফোনটির 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ ভেরিয়েন্টটি কিনতে পাওয়া যাবে।
 
ভারতে  Redmi Note 5 ফোনটির 3GB র‍্যাম ভেরিয়েন্টটির দাম 9,999 টাকা রাখা হয়েছে আর এর 4GB র‍্যাম ভেরিয়েন্টটির দাম 11,999 টাকা রাখা হয়েছে। Redmi Note 5 Pro ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর 6GB র‍্যাম ভেরিয়েন্টটির স্টোরেজ 64GB আর এর দাম 16,999 টাকা আর এই ফোনটির 4GB র‍্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 13,999 টাকা।

Xiaomi Redmi Note 5 ফোনটির স্পেক্স কেমন তা এবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.99-ইঞ্চির 18:9 ডিসপ্লে দেওয়া হয়েছে যার ডিসপ্লে রেজিলিউশান 2160 x 1080 পিক্সাল। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 3GB র‍্যামের সঙ্গে 32GB স্টোরেজ দেওয়া হয়েছে আর 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1.2 নৌগাটের আধারিত MIUI 9 এ কাজ করে। এই ফোনটিতে 4000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার দেওয়া হয়েছে।

Xiaomi Redmi Note 5 ফোনটির ক্যামেরা কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 12MP’র রেয়ার ক্যামেরা আছে আর এতে ডুয়াল LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এতে 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এর থিকনেস 8.05mm। আর এই ফোনটি এই রঙে পাওয়া যাবে- ব্ল্যাক, গোল্ড, ব্লু আর রোজ গোল্ড।

আর যদি Xiaomi Redmi Note 5 Pro ফোনটির বিষয়ে কথা বলতে হয় তবে এই ফোনটিতে থাকা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসারের কথা বলতে হয়। এই ফোনটিতে 6GB র‍্যাম দেওয়া হয়েছে।

এই ফোনটিতে 20MP’র ফ্রন্ট ফেসিং ক্যমেরা দেওয়া হয়েছে সেলফি নেওয়ার জন্য ফোনটিতে LED লাইটও দেওয়া হয়েছে। এই ফোনটিতে পোট্রেড আর সেলফি ফিয়ার দেওয়া হয়েছে, যা ভোখে এফেক্ট দেয়। আর এর সঙ্গে এই ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

 

Connect On :