আজ দুপুরে REALME 5S ফোনের সেল
দুপুর 12টার সময়ে এই সেল শুরু হবে
ফোনের প্রাথমিক দাম 9,999 টাকা
ফ্লিপকার্ট থেকে ফোনটি কিনতে পারবেন
আপনারা যদি কম দামের একটি দারুন ফোন কিনতে চান যাতে আপনারা পাবেন কোয়াড ক্যামেরার সেটআপ তবে আজকে ঠিক দুপুর 12টার সময়ে ফ্লিপকার্টের সেলে Realme 5S ফোনটি নিজের করতে পারবেন।
এই ফোনটির প্রাথমিক দাম 9,999 টাকা। ফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে এসেছে।
Realme 5S ফোনের দাম
এই রিয়েলমি ফোনের প্রাথমিক দাম 9,999 টাকা। আর এটি এই ফোনের 4GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম। আর এই ফোনের 4GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি আপনারা 10,999 টাকায় কিনতে পারবেন।
Realme 5S ফোনের স্পেক্স আর ফিচার্স
Realme 5S ফোনে আপনারা পাবেন একটি 6.5 ইঞ্চির ডিসপ্লে আর এর সঙ্গে আছে ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 প্রসেসার। আর এই ফোনে আপনারা এর সঙ্গে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ। যে ক্যামেরাতে আছে মেন 8MP র ক্যামেরা আর সঙ্গে একটি 8MP আর দুটি 2MP র ক্যামেরা। আর এই ফোনের ফ্রন্টে আছে 13MP র ক্যামেরা।
ফোনের 5000mAh য়ের ব্যাটারি আছে যা ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোনটি 4GB র্যাম আর 64Gb স্টোরেজ আর 4GB র্যাম আর 128GB স্টোরেজে পাওয়া যায়। ফোনের স্টোরেজ আপনারা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন।