আজ প্রথমবার POCO F1 ফোনটির সেল হবে। এই ডিভাইসটি সম্প্রতি ভারতে লচন হয়েছিল, এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 আছে আর এর সঙ্গে আসা এটি সব থেকে সস্তার ডিভাইস। আজকে এই ফোনটি দুপুর 12টায় Flipkart আর mi.com থেকে কেনা যাবে।
এই ডিভাইসটি তিনটি আলাদা আলাদা র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছেঃ 6GB/64GB, 6GB/128GB আর এর সঙ্গে এর 8GB/256GB স্টোরেজ ভেরিয়েন্ট আর এদের দাম যথাক্রমেঃ 20,999 টাকা, 23,999 টাকা আর 29,999 টাকা।
এই ফোনটি আজকে ফ্লিপকার্টে আর মি.কম থেকে কেনা যাবে। আর এছার এই ডিভাইসটি কেনার সময়ে HDFC ক্রেডিট আর ডেবিট কার্ডের মাধ্যমে কিনলে 1,000 টাকার ডিস্কাউন্টে পাওয়া যাবে। আর এই ডিস্কাউন্টে আপনারা ফোনের সব মডেলেই পাবেন। আর এছাড়া রিলায়েন্স জিওর তরফে প্রাউ 8,000 টাকার লাভ নেওয়া যাবে, আর এছাড়া আপনারা প্রায় 6TB ফ্রি ডাটা পাবেন। আর এই ফোনটিতে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসার পাচ্ছেন।
এই ডিভাইসটিতে একটি হাই এন্ড চিপসেট দেওয়া হেয়ছে আর এই ফোনে একটি 12MP+5MP র ডুয়াল ক্যামেরা আছে আর এই ক্যামেরা AI ক্ষমতা যুক্ত। আর এর সঙ্গে এই ফোনে একটি 20 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 4,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। যা কোয়াল্কমের কুইক চার্জ 3.0 সাপোর্ট করে।
এই ফোনটিতে একটি 6.18 ইঞ্চির FHD+ 18:7:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত স্ক্রিন দেওয়া হয়েছে, আর এছাড়া এই ফোনে নচও দেওয়া হয়েছে। এই ফোনে আপনারা একটি হাইব্রিড ডুয়াল সিম স্লট পাবেন আর এছাড়া এই ফোনেটি একটি ডুয়াল 4G VoLTE সাপোর্টের ফোন।