Xiaomi MI A2 ডিভাইসটির দাম 16,999 টাকা রাখা হয়েছে আর এই প্রথম সেলে গ্রাহকরা ক্যাশব্যাকের সুযোগও পাবেন
গত সপ্তাহে Xiaomi ভারতে তাদের Xiaomi Mi A2 স্মার্টফোনটি লঞ্চ করেছিল আর আজকে দুপুর 12 টায় এই ফোনটির প্রথম সেল হবে। আর এই সেল আজকে অ্যামাজন আর মি. কমে হজবে। আর ভারতে এই ডিভাইসটির 4GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,999 টাকা রাখা হয়েছে।
Xiaomi Mi A2 স্মার্টফোনটির সঙ্গে বেশ কিছু অফার পাওয়া যাচ্ছে যেমন,রিলায়েন্স জিও ইউজার্সরা এটি 2,200 টাকার ক্যাশব্যাকে পাবেন আর এই ক্যাশব্যাক 50 টাকার 44টি ক্যাশব্যাক ভাউচারে পাওয়া যাবে। আর এই ক্যাশব্যাক Mi A2 য়ের জিও অ্যাকাউন্টে রিচার্জ করলে পাওয়া যাবে। Mi A2 ডিভাইসটি জিও ইউজার্সরা 198 টাকা বা তার বেশি রিচার্জ করলে এক্সট্রা 4.5TB ডাটা পেতে পারে। আর এই অফার পাওয়ার জন্য ইউজার্সদের জিও প্রাইম মেম্বার হতে হবে।
আমরা যদি Xiaomi Mi A2 ডিভাইসটির বিষয়ে কথা বলি তবে এই ডিভাইসে 5.99 ইঞ্চির একটি FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এছাড়া এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 আছে আর এই ফোনে 4GB র্যাম আর 64GB স্টোরেজ আছে আর এই স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে এক্সপেন্ড করা যায়।
এই ডিভাইসে আপনারা একটি 12 মেগাপিক্সালের আর একটি 20 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা পাবেন আর এছাড়া এই ফোনের ফ্রন্টে আপন্রা একটি 20 মেগাপিক্সলাএর ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর এই ফোনটি স্টক অ্যান্ড্রয়েড 8.1 Oreo তে কাজ করা আর এছাড়া এতে আপনারা একটি 3,000mAh য়ের ব্যাটারি পাবেন আর এটি কুইক চার্জ 4+ সাপোর্ট যুক্ত।