REALME X2 র প্রথম সেল আজ, কিনতে চাইলে তৈরি থাকুন

Updated on 20-Dec-2019
HIGHLIGHTS

ফোনটির প্রাথমিক দাম 16,999 টাকা

আজ দুপুর 12টায় ফোনটি প্রথম কেনা যাবে

ফোনে আছে 64MP র মেন ক্যামেরা

ভারতে সবে রিয়েলমি তাদের নতুন ফোন Realme X2 লঞ্চ করেছে। আর আজকে এই ফোনের প্রথম সেল হচ্ছে। এই 64MP র মেন ক্যামেরা যুক্ত ফোনটিতে আছে 4000mAh য়ের ব্যাটারি আর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 730G। আর এই ফোনের প্রাথমিক দাম 16,999 টাকা।

REALME X2 র দাম আর অফার

Realme র এই ফোনটি 6GB র‍্যাম আর 64GB স্টোরেজে 16,999 টাকায় লঞ্চ করা হয়েছে। আর এর সঙ্গে এই ফোনের 8GB র‍্যাম আর 128GB স্টৈরেজের দাম 19,999 টাকা আর ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ফোনের দাম 18,999 টাকা করা হয়েছে।

এই ফোনে আপনারা ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের সঙ্গে 1500 টাকার ইন্সট্যান্ট ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে আপনারা পাবেন 11,500 টাকা পর্যন্ত জিওর বেনিফিট।

REALME X2 র স্পেক্স আর ফিচার্স

ভারতে আজেক লঞ্চ হওয়া Realme X2 ফোনে আপনারা পাবেন একটি 6.4 ইঞ্চির ডিসপ্লে। যা 2340×1080 পিক্সাল রেজিলিউশানের। আর এই ফোনে আছে সুপার AMOLED ডিসপ্লে।

Realme X2 ফোনে আপনারা পাবেন অ্যান্ড্রেয়েড 9 পাই নির্ভর কালার OS 6.1। আর এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 730G। এই ফোনে আছে একটি 4000mAh য়ের ব্যাটারি যা 30W VOOC ফ্ল্যাশ চার্জ 4.0 সাপোর্ট করে।

এই রিয়েলমি X2 ফোনে আপনারা পাবেন 6GB, আর 8GB র‍্যাম যা 64GB আর 128GB র স্টোরেজ অফার করে। আর ফোনের স্টোরেজকে 256GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে।

এই রিয়েলমি X2 ফোনে আছে ফ্রন্টে একটি 32MPর ক্যামেরা। যা কোয়াড রেয়ার ক্যামেরাতে 64+8+2+2 MP র ক্যামেরা অফার করে।

Connect On :