আজকে পেটিএম মলে বেশ কিছু আইফোনের ওপরে ভাল ডিস্কাউন্ট অফার করা হচ্ছে
আমরা অনেকেই প্রায়ি ভাবি যে আমরা আমাদের পরের ফোনটি আইফোন কিনব। আর অনেক সময়ে কিনতে পারিনা আইফোনের দামের কথা ভেবে বা কোথায় সঠিক দামে আইফোন কেনা যাবে সেটা ভেবে। আর আজকে আমরা আপনাদের জন্য পেটিএমমলের স্পেশাল আইফোন ডিস্কাউন্টের অফারের খবর নিয়ে এসেছি। এর মধ্যে থেকে কিছু আইফোন আপনারা পছন্দ মতন নিজেদের করতেই পারেন। আসুন দেখা যাক যে আজকে কোন কোন আইফোনের ওপরে পেটিএমমল কেমন ডিস্কাউন্ট দিচ্ছে।
আজকে এই আইফোনটি 32GB ভেরিয়েন্টে পেটিএমমলে 25,990 টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 30,780 টাকা বলা হয়েছে। এটি আজকে পেটিএমমলে গোল্ড কালারে কেনা যাবে। এটি একটি 1GB র্যাম আর 4.7 ইঞ্চির ডিসপ্লে যুক্ত ডিভাইস। আর এই আইফোনটিতে 8MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে 1810maAh য়ের ব্যাটারি আছে। এখান থেকে কিনুন।
আজকে এই iPhone 7 পেটিএমমলে 44,745 টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 60,000 টাকায় কেনা যাবে। আর এই ফোনটি আজকে ব্ল্যাক কালারে আপনার হতে পারে। এই আইফোনটিতে 4.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে আর এই ফোনে 2GB র্যাম আছে। আর এটি EMI তেও কেনা যাবে। এখান থেকে কিনুন।
আজকে এই আইফোনটি মানে iPhone 7 Plus আপনারা পেটিএমমল থেকে 59,099 টাকায় কিনতে পারবেন। আর এটি 70,180 টাকায় কেনা যাবে। আর এই আইফোনটি আজকে গোল্ড কালার অপশানে কেনা যাবে। এই ফোনটি একটি 5.5 ইঞ্চির ডিসপ্লে যুক্ত আর এই ফোনে 12MP রেয়ার ক্যামেরার সঙ্গে একটি 7MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
আজকেই এই 256GB র আইফোন 8 পেটিএমমলে 69,000 টাকায় কেনা যাবে। আর এই ফোনের আসল দাম সাইটে 77,000 টাকা বলা হয়েছে। এই ফোনটি আজকে গ্রে কালার অপশানে কেনা যাবে। এই ফোনটি একটি 4.7 ইঞ্চির ডিসপ্লে যুক্ত ফোন। আর এই ফোনটিতে A11 বাইননিক চিপ আছে। এখান থেকে কিনুন।
নোটঃ সাইটে ডিভাইসের দামে কিছু পরিবর্তন হতে পারে, সাইটে ডিভাইসের দামের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।