Honor 8X স্মার্টফোনটি কিরিন 710 SoC, 6.5 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লের সঙ্গে ভারতে 14,999 টাকায় লঞ্চ হল

Updated on 16-Oct-2018
HIGHLIGHTS

এই Honor 8X ফোনটি 20MP+2MP ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে রেয়ার প্যানেলে ডুয়াল টেক্সচার গ্লাস নিয়ে এসেছে

অবশেষে ভারতে হনারের নতুন স্মার্টফোন Honor 8X  লঞ্চ হল। আর এই ফোনটি আন্তর্জাতিক ভাবে দুবাই তে 3 অক্টোবর লঞ্চ হয়েছে। আর এটি একটি অল গ্লাস রেয়ার প্যানেল যুক্ত ফোন আর এতে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। আর এই ফোনটিতে 6.5 ইঞ্চির নচ স্ক্রিন দেওয়া হয়েছে যার অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনটির বডি টু স্ক্রিন রেশিও 91 পার্সেন্ট।

Honor 8X য়ের স্পেসিফিকেশান

এই সময়ে লঞ্চ হওয়া Honor 8X ফোনটি 6.5 ইঞ্চির HD+ TFT IPS নচ আর 1080×2340 পিক্সাল রেজিলিউশানের ফোন। আর এই ফোনে অক্টা কোর হিলিকন কিরিন 710SoC আছে। আর এই ফোনটি কোম্পানির GPU টার্বো টাচ আছে। আর এই ফন্টি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট আর 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ অথবা 128GB স্টোরেজ অপসঝান। আর এই ফোনটি EMUI 8.2.o OS যুক্ত আর এটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও আর 3750mAH য়ের ব্যাটারি যুক্ত।

এই Honor 8X ফোনটি  ডুয়াল রেয়ার ক্যামেরা সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনের একটি সেন্সার 20MP র আর অন্যটি 2MP র সেন্সার। আর এই ফোনে ব্যাকে LED লাইট আছে। আর এই ফোনটিতে ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে একটি 3.5 mm অডিও জ্যাকও আছে।

Honor 8X য়ের দাম

Honor 8X ফোনটির প্রাথমিক দাম 14,999 টাকা আর এটি এর 4GB/64GB ভেরিয়েন্টের দাম আর এই ফোনের 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,999 টাকা আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 18,999 টাকা। আর এই ফোনটি অ্যামাজন ইন্ডিয়াতে 24 অক্টোবর থেকে কেনা যাবে।  

Connect On :