আজ প্রথম বার REALME 5S ফোনের ফ্ল্যাশ সেল দুপুর 12টায় হবে

Updated on 28-Nov-2019
HIGHLIGHTS

আজ দুপুর 12টায় ফোনটির প্রথম সেল

এই ফোনে আছে 5000mAh য়ের ব্যাটারি

ফোনটি 9,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে

ভারতে সবে মাত্র রিয়েলমি তাদের দুটি নতুন ফোন লঞ্চ করেছে। এর মধ্যে কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন Realme X2 Pro তার প্রথম সেলে এসেছে। আর আজকে কোম্পানির কম দামের বড় ব্যাটারির ফোন Realme 5S য়ের প্রথম সেল দুপুর 12টার সময়ে ফ্লিপকার্ট আর কোম্পানি সাইটে হবে।

REALME 5S ফোনের দাম

Realme 5S ফোনটি ভারতে 9,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে, এই ফোনের এই দাম ফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের। আর এই ফোনের 4GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,990 টাকা রাখা হয়েছে।

REALME 5S ফোনের স্পেক্স আর ফিচার্স

Realme 5S ফোনটিতে আপনারা পাবেন একটি 6.51 ইঞ্চির HD+ ডিসপ্লে। এই ফোনটি Realme 5 ফোনের পরের জেনারেশানের ফোন। এই ফোনে আছে একটি 5000mAh য়ের ব্যাটারি। আর এই ফোনে আপনারা পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 প্রসেসার। আর এই ফোনের ফ্রন্টে একটি ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। আর এই ফোনটি ক্রিস্টাল রেডম ক্রিস্টাল ব্লু আর ক্রিস্টাল পার্পেল কালারে লঞ্চ করা হয়েছে।

Relame 5S ফোনের ক্যামেরা দিকটি যদি দেখি তবে এই ফোনে মেন ক্যামেরা 48MP র মেন ক্যামেরা আছে আর এই ফোনের বাকি ক্যামেরা   আছে আর এই ফোনে এর সঙ্গে আছে একটুই 8MP আর দুটি 2MP র ক্যামেরা। আর এই ফোনের ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

Connect On :