Samsung Galaxy M30 ফোনটি আজকে দুপুর 12 টায় কেনা যাবে

Updated on 07-Mar-2019
HIGHLIGHTS

আজকে প্রথমবারের জন্য Samsung galaxy M30 ফোনটি কেনা যাবে, এই ফোনটির প্রাথমিক দাম 14,990 টাকা

হাইলাইট

  • আজকে প্রথম্বার Samsung Galaxy M30 র ফ্ল্যাশ সেল হবে
  • এই ফোনটির প্রাথমিক দাম 14,990 টাকা
  • এই ফোনে একটি 5000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে

 

ভারতে যেমন একের পর এক ফোন লঞ্চ করা হচ্ছে তখন এদের সেলও শুরু হচ্ছে। আর আজকে তেমনি ভারতে সদ্য লঞ্চ হওয়া স্যামসাংয়ের M সিরিজের তৃতীয় ফোন Galaxy M30 ফোনটির প্রথম সেল শুরু হবে। এই ফ্ল্যাশ সেল আজকে দুপুর 12টার সময়ে অ্যামাজন ইন্ডিয়া আর স্যামসাংয়ের ই শপ থেকে কেনা যাবে। এই ফোনটির প্রাথমিক দাম 14,990 টাকা রাখা হয়েছে।

Samsung Galaxy M30 ফোনের দাম ও অফার

ভারতে এই ফোনটি দুটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এই 4GB/64GB আর 6GB/128GB র দাম যথাক্রমে 14,990 টাকা আর 17,990 টাকা। এই ফোনটি গ্রেডিয়েন্ট ব্ল্যাক আর আর গ্রেডিয়েন্ট ব্লু কালারে কেনা যাবে। ফনটি আজকে দুপুর 12টার সময়ে প্রথম বার ফ্ল্যাশ সেলে অ্যামাজন ডট ইন আর স্যামসাং ই কমার্স সাইট থেকে কেনা যাবে।

ফোনটি আপনারা অ্যামাজন থেকে কেনার সময়ে HDFC কার্ডের মাধ্যমে কিনলে ইন্সট্যান্ট 5% ডিস্কাউন্টে কিনতে পারবেন। আর এই ফোনের সঙ্গে জিও ডাবাল ডাটা অফার দিচ্ছে। আর এর জন্য আপনাদের জিওর 198 টাকা বা 299 টাকার প্রিপেড রিচার্জ করতে হবে।

Samsung Galaxy M30 ফোনের স্পেক্স আর ফিচার্স

Samsung Galaxy M30 ফোনটি তে আপনারা একটি 6.4 ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে পাবেন, আর এই ফোনটি অ্যান্ড্রয়েড ওরিওতে এসেছে। আর এই ফোনে খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের আপডেট আসবে বলে মনে করা হচ্ছে। আর এই ফোনে Exynos 7904 অক্টা কোর প্রসেসারা ছে। আর ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরাতে 13MP+5MP+5MP ক্যামেরা দেওয়া হয়েছে। আর ফোনের ফ্রন্টে এর ওয়াটার ড্রপ নচে একটি 16MP র ক্যামেরকা দেওয়া হয়েছে।

ফোনটিতে আপনারা একটি 5000mAH য়ের ব্যাটারি পাবেন আর এই ব্যাটারি 15W ফাস্ট চার্জ সাপোর্ট করে, আর এটি USB টাইপ C পোর্টের সাপোর্ট যুক্ত। ফোনটিতে দুটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট দেওয়া হয়েছে। 4GB/64GB আর 6GB/128GB।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :