বিগত বেস কিছু দিন ধরে বিভিন্ন আলোচনায় থাকার জন্য Blackberry Evolve আর Evolve X আজকে ভারতে লঞ্চ করা হবে আর এই স্মার্টফোন দুটি ভারতে Key 2 স্মার্টফোনটি লঞ্চ করার কয়েক দিনের মধ্যেই লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোন দুটিকে কোম্পানি কিছু পরিবর্তনের পড়ে লঞ্চ করেছে।
আমরা প্রথমে BlackBerry Evolve স্মার্টফোনটির বিষয়ে কথা বলি। এই ফোনে 5.99 ইঞ্চির ডিসপ্লে আছে যার রেজিলিউশান 1080×2160 পিক্সাল, আর এটি 403PPI যুক্ত IPS LCD স্ক্রিনের যুক্ত জার অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই স্মার্টফোনটিতে 4GB র্যাম আর 64GB স্টোরেজ আছে আর এটি হট স্যাম্পেল মাইক্রো SD সল্ট অফার করে। আর এই স্মার্টফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 450 অক্টা কোড় 1.8GHz প্রসেসার আর অ্যান্ড্রয়েড 8.1 ওরিও আছে।
এই ডিভাইসটিতে 4000mAh য়ের ব্যাটারি আছে আর কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে USB টাইপ C, USB 2.0, USB OTG, FM রেডিও সাপোর্ট করে। আর সেন্সারের বিষয়ে আমরা যদি কথা বলি তবে এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সেলোমিটার, ম্যাগ্রিটমিটার, গায়ারোস্কোপ, প্রক্সিমিটি, অ্যাম্বিয়েন্ট লাইট আর ফেস আনলক ফিচার আছে।
এই ফোনে 13MP+13MP র রেয়ার ক্যামেরা আছে আর এটি অটোফোকাস , ডুয়াল টোন LED ফ্ল্যাশ আর HDR সাপোর্ট দেওয়া হয়েছে। আর এই ডিভাইসের ফ্রন্টে 16MP ক্যামেরা আছে আর এটি সেলফি ফ্ল্যাশ যুক্ত।
Evolve X স্মার্টফোনটিতেও 5.99 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এর রেজিলিউশান 1080×2160পিক্সাল। আর এটি একটি 403PPI যুক্ত IPS LCD স্ক্রিনের ডিসপ্লে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। এই স্মার্টফোনটিতে 6GB র্যাম আর 64GB স্টোরেজ আছে আর এটি মাইক্রোএসডি কার্ড সল্ট যুক্ত। আর এই স্মার্টফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 অক্টা কোড় 1.8GHz প্রসেসার আছে যা অ্যান্ড্রয়েড 8.1 ওরিওতে চলে।
আর এর সঙ্গে এই স্মার্টফোনটিতেও Evolve য়ের মতন 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হেয়ছে আর এটি কোয়াল্কমের কুইক চার্জ 3.0 প্রযুক্তি যুক্ত আর এই ফোনটি ওয়ারলেস সাপোর্ট যুক্ত। আর সেন্সারের দিকটি যদি দেখি তবে এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট, এক্সিলোমিটার, ম্যাগ্রেমিটার, গায়ারোস্কোপ, প্রক্সিমিটি, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার আছে।
আমরা যদি ক্যামেরার দিকটি দেখি তবে এই ডিভাইসে 12MP+13MPর ডুয়াল রেয়ার ক্যামেরা আছে আর এটি অটো ফোকাস, ডুয়াল টোন LED ফ্ল্যাশ সাপোর্ট করে আর এর ফ্রন্টে 16MP র ক্যামেরা আছে।
আমরা যদি BlackBerry Evolve ফোনটি দেখি তবে এটি 24,990 টাকায় লঞ্চ করা হয়েছে আর BlackBerry Evolve X স্মার্টফোনটি 34,990 টাকায় লঞ্চ করা হয়েছে। আর BlackBerry Evolve X ফোনটি 2018 সালের আগস্ট মাসের সেলে অ্যামাজন ইন্ডিয়াতে কেনা আজবে আর BlackBerry Evolve ফোনটি সেপটেম্বর মাসের মাঝামাঝি থেকে কেনা যাবে। এই দুটি ডিভাইসের সঙ্গে রিলায়েন্স জিওর 3,950 টাকার ক্যাশব্যাক অফার পাওয়া যাচ্ছে আর ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI তে কিনলে ট্রাঞ্জিকশানে 5% ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে।