5000mAh য়ের ব্যাটারির ফোন VIVO U20 আজ আপনার হতে পারে

Updated on 02-Dec-2019
HIGHLIGHTS

Vivo U20 তে আছে একটি 5000mAh য়ের ব্যাটারি

আজ দুপুর 12টায় অ্যামাজনে কেনা যাবে

ফোনের প্রাথমিক দাম 10,990টাকা

ভারতে সবে ভিভো তাদের U সিরিজের নতুন ফোন Vivo U20 লঞ্চ করেছে। আর এই ফোনটি এর আগে মানে এর প্রথম ফ্ল্যাশ সেলে যদি আপনারা কিনতে থাকতে না পারেন, তবে আজকে এই ফোনটি দুপুর 12টায় অ্যামাজনের ফ্ল্যাশ সেলে কিনতে পারবেন।

এই ফোনটির প্রাথমিক দাম 10,990 টাকা আর এই ফোনটিতে আছে একটি 5000mAh য়ের ব্যাটারি।

Vivo U20 ফোনের দাম

Vivo U20 ফোনটিতে আপনারা দুটি ভেরিয়েন্টে কিনতে পারবেন। এই ফোনে আপনারা 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টটি 10,990 টাকায় কিনতে পারবেন। আর এর সঙ্গে এই ফোনের 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টটি আপনারা 11,990 টাকায় কিনতে পারবেন। ফোনটি বেজেল ব্লু আর রেসিং ব্ল্যাক কালারে কেনা যাবে।

Vivo U20 ফোনের স্পেক্স আর ফিচার্স

এই Vivo ফোনে আপনারা একটি 6.53 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 AIE। ফোনের 5000mAh য়ের ব্যাটারি 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে।

এই ফোনে আছে Ai ট্রিপেল ক্যামেরা যার মেন ক্যামেরা Sony IMX499 সেন্সার যুক্ত। আর এই ফোনের যে দুটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টের বিষয়ে বলা হয়েছে তা UFS2.1 স্টোরেজ যুক্ত।

Connect On :