আপনারা যদি রেডমির এই 64MP র কোয়াড ক্যামেরা ফোন কিনতে চান তবে আজকে এই ফোনটি আপনাদের হতে পারে। এই মিডিয়াটেক হেলিও G90Tযুক্ত ফোনটি আজকে অ্যামাজনে কেনা যাবে।
Redmi Note 8 Pro ফোনের দাম
ভারতে এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে আছে 6GB র্যাম আর 64GB স্টোরেজ আর এর দাম 14,999 টাকা। আর এই ফোনের 6GB র্যাম আর 128GB স্টোরেজের দাম 15,999 টাকা রাখা হয়েছে। আর এই ফোনের সব থেকে বড় ভেরিয়েন্ট 8GB র্যাম আর 128GB স্টোরেজের দাম 17,999 টাকা রাখা হয়েছে।
Redmi Note 8 Pro ফোনের স্পেক্স আর ফিচার্স
এই ফোনে আপনারা ইন বিল্ড অ্যামাজন অ্যালেক্সা পাবেন। আর এই ফোনটিতে আছে একটি 6.53 ইঞ্চির ডট নচ ডিসপ্লে। ফোনে মিডিয়াটেক হেলিও G90T দেওয়া হয়েছে। ফোনে ডুয়াল কর্নিং গোরিলা গ্লাস দেওয়া হয়েছে।
এই ফোনের ক্যামেরার দিকটি যদি দেখা হয় তবে দেখা যাবে যে ফোনের মেন ক্যামেরা 64MP র আর এই ফোনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ। এর সঙ্গে ফোনে আল্ট্রা ওয়াইড ভিউয়ের জন্য একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর 2MP র ডেপথ সেন্সারের সঙ্গে একটি 2MP র ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে।
ফোনে আছে একটি 20MP র সেলফি ক্যামেরা।
এই ফোনে আপনারা একটি 4500mAh য়ের ব্যাটারি পাবেন যা ফাস্ট চার্জ সাপোর্ট করে।