ASUS 6Z আজ ভারতে আসছে এভাবে এর লাইভ স্ট্রিমিং দেখুন

ASUS 6Z আজ ভারতে আসছে এভাবে এর লাইভ স্ট্রিমিং দেখুন
HIGHLIGHTS

ফোনটি স্ন্যাপড্র্যান 855 যুক্ত

ফোনে মোটোরাইজড রোটেটিং ক্যামেরা আছে

আজকে ভারতে আসুস তাদের Zenfone 6 লঞ্চ করবে আর এটি ভারতে 6z নামে লঞ্চ করা হবে।এই ফোনটি ভারতে ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে। আর এই ফোনে মোটোরাইজড রোটেটিং ক্যামেরা, ফুল HD+ ডিসপ্লে আর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 থাকবে।

এই ফোনটি আজ দুপুর 12.30 য়ে একটি ইভেন্টে লঞ্চ করা হবে। আর এই লাইভ ইভেন্ট আপনারা কোম্পানির অফিসিয়াল ফেসবুক, টুইটার, ইউটিউব আর ফ্লিপকার্ট থেকে দেখতে পারবেন।

এভাবে আসুস ফোনের লাইউভ স্ট্রিমিং দেখুন

Asus 6Z ফোনের আনুমানিক দাম

ভারতে এই Asus 6Z ফোনটি 6GB র‍্যাম আর 64GB স্টোরেজের সঙ্গে EUR 499(প্রায় 39,100 টাকা) প্রাথমিক দামে লঞ্চ করা হবে আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB ভেরিয়েন্টটি EUR 559(প্রায় 43,800 টাকা) করা হবে। আর এই ফোনটির হাই এন্ড ভেরিয়েন্ট মানে 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম EUR 599(প্রায় 47,000 টাকা) হতে পারে।

Asus 6Z ফোনের স্পেসিফিকেশান

আসুসের এই ফোনে আপনারা 6.4 ইঞ্চির ফুল HD+ IPS ডিসপ্লে পাবেন আর এই ফোনের রেজিলিউশান 1080×2340 পিক্সাল। এই ফোনে অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 SoC আছে আর এই ফোনে সর্বাধিক 8GB র‍্যাম আছে।

আর এই ফোনের ক্যামেরার বিষয়ে যদি বলি তবে এই ফোনে আপনারা ব্যাকে ডুয়াল ক্যামেরা পাবেন যার মধ্যে একটি 48MP র প্রাইমারি সেন্সার যা f/1.79 অ্যাপার্চারের আর এর সঙ্গে এই ফোনে ডুয়াল LED ফ্ল্যাশ আছে আর এই ফোনটির সেকেন্ডারি ক্যামেরা 13MP র যা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল যুক্ত।

এই ফোনে কোম্পানি 5000mAH য়ের ব্যাটারি দিয়েছে আর যা কুইক চার্জ 4.0 সাপোর্ট করে। আর এই ফোনে 3.5mm অডিও জ্যাক আছে। আর ফোনটির স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

কানেক্টিভিটির জন্য এই ফোনে USB টাইপ-C, NFC, Wi-Fi 802.11ac (Wi-Fi 5), ব্লুটুথ 5.0 আর GPS দিয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo