Realme 2 স্মার্টফোনটিতে একটি 6.2 ইঞ্চির ডিসপ্লে আছে। আর এর টপে একটি ট্রেন্ডিং নচ আছে। আর এই ফোনের ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে আর সেখানে Realme 1 য়ে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ছিলনা। আর এছাড়া এই ফোনটিও আগের ফোনের মতন ব্যাকে ডায়মন্ড কাট ডিজাইন যুক্ত। আর এই ডিভাইসে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশান দেওয়া হয়েছে।
আর এই স্মার্টফোনটিতে কোম্পানি 2 টি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। আর এর একটি ভেরিয়েন্টে 3GB র্যাম আর অন্য ভেরিয়েন্টে 32GB স্টোরেজ দেওয়া হয়েছে আর অন্য ভেরিয়েন্টে 4GB র্যামের সঙ্গে 64GB স্টোরেজ আছে। আর এর স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এই স্মার্টফোনটিতে 4230mAh য়ের ব্যাটারি দএয়া হয়েছে আর এটি ডায়মন্ড ব্ল্যাক, ডায়মন্ড রেড আর ডায়মন্ড ব্লু কালারে লঞ্চ করা হবে।
Realme 2 স্মার্টফোনটিতে স্ন্যাপড্র্যাগন 450SoC আছে আর এই ডিভাইসটিতে AI পাওয়ার্ড Color OS 5.1 য়ে কাজ করে। আর এই স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ছাড়া ফেস আনলক আর স্মার্টআনলক ফিচার দেওয়া হয়েছে।
স্মার্টফোনের ব্যাকে 13MP+2MP র ডুয়াল ক্যামেরা আছে আর এর ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা আছে। আর এটি AR স্টিকার্স, HDR পোট্রেড শট আর AI এডিটেড সেলফি অফার করে।
আর এই ডিভাইসের বেস ভেরিয়েন্টের দাম 8,240 টাকা আর এতে 3Gb র্যাম আর 32GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এছাড়া এই ফোনের 4GB র্যাম ভেরয়েন্টের দাম 10,240 টাকায় কেনা যাবে তবে এই ভেরিয়েন্টের দাম এমনিতে 10,990টাকা।