বাজেট কম? সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চান তাও ভালো মানের? চোখ রাখুন এই তিন ওয়েবসাইটে
Flagship বা প্রিমিয়াম ফোন কেনার অনেকেরই ইচ্ছে থাকলেও উপায় হয় না বাজেটের জন্য
তবে আপনি চাইলে এখন সহজেই ভালো মানের সেকেন্ড হ্যান্ড প্রিমিয়াম বা Flagship ফোন কিনতে পারবেন
এটার জন্য Cashify সহ এই সাইটে চোখ রাখুন
আমরা কম বেশি সবাই চাই যে প্রিমিয়াম কোয়ালিটি বা Flagship কোনও ফোন যাতে আমাদের কাছে থাকে। এগুলোর আলাদাই একটা ক্লাস হয়, সঙ্গে থাকে নানা সুবিধা। প্রতি বছরই দেশে Apple থেকে শুরু করে OnePlus, Samsung, Google, ইত্যাদি ব্র্যান্ডগুলো নিত্য নতুন স্মার্টফোন লঞ্চ করে। কিন্তু এগুলোর যা দাম হয় তা অনেকেরই ধরাছোঁয়ার বাইরে থাকে। কিন্তু আপনার যদি সত্যি এমন কোনও ফোন কেনার ইচ্ছে থাকে তাহলে হতাশ হবেন না। বরং জেনে নিন ভাল মানের এই প্রিমিয়াম কোয়ালিটির সেকেন্ড হ্যান্ড ফোনগুলো কোথায় পাবেন। এই প্রতিবেদনে আজ জানানো হবে এমন তিনটি সাইটের কথা যেখান থেকে আপনি ভাল মানের সেকেন্ড হ্যান্ড ফোন পেয়ে যাবেন। তাও সস্তায়। এই ওয়েবসাইটগুলো কোনগুলো ভাবছেন? দেখুন।
নতুন ফোন কিনতে গেলে অনেক খরচ পড়ে সেই তুলনায় ভালো মানের সেকেন্ড হ্যান্ড ফোনের খরচ অনেকটাই কমে যায় যা পকেটে বিশেষ চাপ ফেলে না। আপনার দখলে প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টফোন রাখতে চাইলে এই তিন বিশ্বস্ত, নির্ভরযোগ্য ওয়েবসাইটকে ভরসা করতে পারেন।
Cashify
এখানে আপনি বহু সেকেন্ড হ্যান্ড ফোন পেয়ে যাবেন। এখানে আপনি যদি চান আপনার ব্যবহার করা পুরনো ফোন বিক্রি করতে পারবেন। আবার চাইলে সেকেন্ড হ্যান্ড ফোন কিনতেও পারবেন। একই সঙ্গে আপনি কোন ব্র্যান্ডের কোন ফোন কিনতে চান সেটাও এখান থেকে ঠিক করে নিতে পারবেন।
Amazon
ভারতের অন্যতম জনপ্রিয় E-commerce সাইট হল Amazon। এখানে এখন নতুন ফোনের পাশাপাশি পুরনো ফোন পাওয়া যাচ্ছে। পুরনো ব্যবহৃত ফোন এখন Amazon -এ বিক্রি হচ্ছে। এটার জন্য অবশ্য একটা আলাদা বিভাগ আছে। ফলে আপনি ভাল মানের সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চাইলে Amazon কে ভরসা করতে পারেন।
Olx
এটি হচ্ছে পুরনো জিনিস কেনা বেচার অন্যতম পুরনো এবং নির্ভরযোগ্য সাইট। গোটা বিশ্ব জুড়ে এর ব্যবসা আছে। Olx- এর উপরে আজও বহু সংখ্যক মানুষ নির্ভর করেন যে পুরনো জিনিস বিক্রি করা বা কেনার জন্য। ফলে আপনি এখান থেকেও নিজের পছন্দ মতো সেকেন্ড হ্যান্ড ফোন কিনে নিতে পারবেন।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile