এবার Tikto Bytendance বাজেট ফোন আনতে পারে

এবার Tikto Bytendance বাজেট ফোন আনতে পারে
HIGHLIGHTS

টিকটকের 8.2 মিলিয়ান ইউজার্স ডাউনলোড করেছে

সঙ্গীত প্রেমীদের জন্য স্পেশাল ফোন হবে

বাজেট ফোন হিসাবে স্মার্টফোন আসতে পারে

টিকটকের মালিকানা কোম্পানির নাম ByteDance। রিপোর্ট অনুসারে চিনের ভিডিও অ্যাপের এই কোম্পানি এবার স্মার্টফোন বানাতে চলেছে। Financial Times এর একটি রিপোর্ট অন্সুয়ারে ByteDance তাদের এমন একটি স্মার্টফোন লঞ্চ করবে যা কোম্পানির বেশ কিছু অ্যাপ প্রি ইন্সটলড হয়ে আসবে।

রিপোর্ট অনুসারে ByteDanceয়ের CEO Zhang Yiming অনেক দিন ধরেই স্মার্টফোন আনার বিষয়ে ভাবনা চিন্তা ক্রছেন। আর এবার এই ভিডিও শেয়ারিং অ্যাপ একটি স্মার্টফোন আনবে বলে খবর। আর এখানে বেশ কিছু মিউজিক অ্যাপও প্রি ইন্সটলড হয়ে আসবে।

ByteDance য়ের এই আপকামিং স্মার্টফোন এই সময়ে বাজারে উপস্থিত একধিক স্মার্টফোন ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতায় আসবে। আর 2108 সালের প্রথম রিপোর্ট অনুসারে কোম্পানি একটি চিনা স্মার্টফোন কোম্পানি Smartisan য়ের সঙ্গে চুক্তি করেছে। আর এবার আপকামিং ফোন নিয়ে কোন খবর এখনও জানায়নি। তবে বলা হচ্ছে যে এটি একটি বাজেট ফোন হবে।

কোম্পনির টিকটক অ্যাপটির জনপ্রিয়তা দেখে এবার স্মার্টফোন আনতে পারে। আর সম্প্রতি টিকটক বেশ কিছুদিন ধরেই বিভিন্ন কারনে আলোচনায় আছে। আর এই অ্যাপটি এর মধ্যে 88.2 মিলিয়ান ইউজার্সরা ডাউনলোড করেছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo