TENAA তে Xiaomiর পরবর্তী তিনটি ডিভাইস দেখা গেছে

Updated on 24-May-2018
HIGHLIGHTS

Xiaomi Mi 1894C3DE, M1804C3CC আর M14804C3Ce তে একই রকমের ডিসপ্লে, ব্যাটারি, প্রসেসার, ডায়মেনশান থাকবে কিন্তু এই মডেল গুলি আলাদা আলাদা র‍্যাম, স্টোরেজ আর ক্যামেরা সেটআপের সঙ্গে আসবে

সম্প্রতি Xiaomi Mi 1894C3DEকে চিনের TENAAতে দেখা গেছিল। এই ডিভাইসটির অল্প কিছু স্পেসিফিকেশানের বিষয়েই এতে জানা গেছিল। আর এবার ডিভাইসের প্রায় সব স্পেসিফিকেশান জানা গেছে আর মনে করা হছে যে এই ডিভাইসটি Redmi 6A হবে। এই ডিভাইসটি ছাড়া আরও দুটি মডেল নম্বরের সঙ্গে ডিভাইসের বিষয়েও অনেক কিছু জানা গেছে।

Xiaomi Mi 1894C3DE, M1804C3CC আর M14804C3Ce তে একই রকমের ডিসপ্লে, ব্যাটারি, প্রসেসার, ডায়মেনশান থাকবে কিন্তু এই মডেল গুলি আলাদা আলাদা র‍্যাম, স্টোরেজ আর ক্যামেরা সেটআপের সঙ্গে আসবে। তিনটি ফোনই 5.45ইঞ্চির ডিসপ্লে যুক্ত হবে আর এর রেজিলিউশান 1440×720পিক্সাল হবে। আর এই ডিভাইসটি অক্টা কোর প্রসেসার যুক্ত হবে যার ক্লক স্পিড 2.0GHz আর এটি স্ন্যাপড্র্যাগন 625হতে পারে। এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও আর 3000mAhয়ের ব্যাটারি আছে। আর এর ডায়মেনশান 147.46 × 71.49 × 8.3 mm  আর  M1804C3CCর ওজন 145গ্রাম। আর অন্য দুটি ডিভাইসের ওজন 146গ্রাম।

Xiaomi M1804C3DE, 2GB,3GB আর 4GB র‍্যাম আর 16GB, 32GB আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে আসবে। TENAA য়ে বলেছে যে এই ডিভাইসে তিনটি ক্যামেরা সেন্সার থাকবে তবে এই বিষয়ে এমন কোন খবর পাওয়া যায়নি যা থেকে এই বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যায়। আর এর প্রাইমারি রেয়ার ক্যামেরা 12MP সেন্সার যুক্ত হবে আর এর সেকেন্ডারি ক্যামেরার বিশেয় এখনও কিছু জানা যায়নি। আর এই ডিভাইসের ফ্রন্টে একটি 5MPর ক্যামেরা থাকবে।

Xiaomi M1804C3CC ফোনটিতে 2GB র‍্যাম আর 16GB স্টোরেজ আছে আর এই ডিভাইসের রেয়ার ক্যামেরা 13MP আর ফ্রন্ট ক্যামেরা 5MP’র।

Xiaomi M1804C3CE  ফোনটিতে 2GB র‍্যাম আর 16GB স্টোরেজ ভেরিয়েন্ট আর 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্ট থাকবে। আর এই ডিভাইসের রেয়ারে 12MPর ক্যামেরা দেওয়া হয়েছে আর ফ্রন্টে 5MPর ক্যামেরা থাকবে। TENAAতে এই ডিভাইসের বিষয়ে এর থেকে ডিটেলসে আর কিছু বলা হয়নি।

ভায়াঃ

Connect On :