ফ্লিপকার্টের এই সেলের সময়ে বেশ কিছু ডিভাইসে ভাল অফার পাওয়া যাচ্ছে আমারা সেই বিষয়ে আপনাদের বলব
সাওমি ভারতে তাদের চতুর্থ অ্যানিভার্সারির জন্য ভারতে বেশ কিছু স্মার্টফোনের ওপরে একটি স্পেশাল সেল করছে। আর এই জন্য ফ্লিপকার্টও বেশ কিছু সাওমি ডিভাইস ডিস্কাউন্টের সঙ্গে দিচ্ছে। আসুন দেখা যাক যে কোন কোন জিনিসের ওপর ফ্লিপকার্ট এই ডিস্কাউন্ট অফার করছে।
এই স্মার্টফোনটি ফ্লিপকার্ট 10,999টাকায় কেনা যাবে। আর এই ফোনের র্যাম 4GB আর এর স্টোরেজ 64GB। আর এটি SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 500টাকার ইন্সট্যান্ট ক্যাশব্যাকে পাওয়া যাবে। এখান থেকে কিনুন।
এই স্মার্টফোনটি ফ্লিপকার্টে 9,999টাকায় কেনা যাচ্ছে, আর এই ফোনটি 3GB র্যাম আর 32GB স্টোরেজে পাওয়া যাচ্ছে। এর ব্যাটারি 4000mAh য়ের। আর এটি SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 500টাকার ইন্সট্যান্ট ক্যাশব্যাকে পাওয়া যাবে। এখান থেকে কিনুন।
Redmi Note 5 Pro স্মার্টফোনটি 14,999টাকায় কেনা যেতে পারে। আর এটি এটি SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 500টাকার ইন্সট্যান্ট ক্যাশব্যাকে পাওয়া যাবে। এটি 4GB র্যাম আর 64GB স্টোরেজ আর স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার যুক্ত। এখান থেকে কিনুন।
এই স্মার্টফোনটি 6GB র্যাম আর 128GB স্টোরেজ অপশানের স্মার্টফোন। আর এটি একটি 5.99ইঞ্চির স্মার্টফোনে। এটি 27,999টাকায় কেনা যাবে। পারে। আর এটি এটি SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 500টাকার ইন্সট্যান্ট ক্যাশব্যাকে পাওয়া যাবে। এখান থেকে কিনুন।
এই স্মার্টফোনটি 11% ডিস্কাউন্টের সঙ্গে কেনা যাচ্ছে। আর এটি 14,999টাকায় কেনা যাবে। এর স্ক্রিন সাইজ 6.44ইঞ্চির আর এর র্যাম 4GB আর স্টোরেজ 64GB । আর এই ডিভাইসের ব্যাটারি 5300mAhয়ের। আর এটি এটি SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 500টাকার ইন্সট্যান্ট ক্যাশব্যাকে পাওয়া যাবে। এখান থেকে কিনুন।