Moto G6 আর Moto G6 Play স্মার্টফোন দুটি আজকে ভারতে লঞ্চ হবে
এই লঞ্চ ইভেন্টটি দিল্লিতে হচ্ছে আর এটি কোম্পানির লাইভ স্ট্রিমিংয়েও দেখা আজবে, কোম্পানি লাইভ স্ট্রিমিংয়ের জন্য টুইটারের সঙ্গে চুক্তি করেছে
আজকে মোটোরোলা ভারতে 2018সালের প্রথম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে আর আজকে কোম্পানি Moto G6 আর Moto G6 Play স্মার্টফোন দুটি ভারতে লঞ্চ করবে। এই দুটি স্মার্টফোন এপ্রিলে ব্রাইজলে লঞ্চ করা হয়েছিল, আর এবার এক মাস পরে এই ফোন দুটি ভারতে লঞ্চ হতে চলেছে। Moto G6 স্ন্যাপড্র্যাগন 540 SoC আর G6 Play স্ন্যাপড্র্যাগন 430 চিপসেটে কাজ করে। আর এই লঞ্চ ইভনেট দিল্লিতে হচ্ছে আর কোম্পানি এর লাইভ স্ট্রিমিং করবে। লাইভ স্ট্রিমিংয়ের জন্য কোম্পানি টুইটারের সঙ্গে চুক্তি করেছে আর এই লাইভ ইভেন্ট আজকে সকাল 11.45য়ে শুরু হবে আর এই লঞ্চ ইভেন্ট দেখার জন্য আপনারা এই লিঙ্কে যেতে পারেন।
Moto G6 স্মার্টফোনটিতে 5.6 ইঞ্চির ম্যাক্স ভিজান ডিসপ্লে থাকবে আর এই ডিসপ্লে ফুল HD+ রেজিলিউশান আর 18:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে আসবে। রিপোর্ট অনুসারে এই স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 8.0 ওরিও থাকবে আর এই স্মার্টফোনে 1.8GHz অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন 450প্রসেসার আর 4GB র্যাম থাকবে।
The grand launch for the #motog6 and #motog6play is almost here. Tune in on Monday at 11:45 am for #MotoShowtime! #motog6launchhttps://t.co/Om0kcAn8hv
— Motorola India (@motorolaindia) 2 June 2018
আমরা যদি এই ফোনটির অপ্টিক্স দেখি তবে দেখা যাবে যে ডিভাইস 12+5 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা থাকবে আর যা LED ফ্ল্যাশের সঙ্গে আসবে আর সেলফি নেওয়ার জন্য এই ডিভিয়াসে 16মেগাপিক্সলাএর ফ্রন্ট ক্যামেরা থাকবে। এই ডিভাইসে 64GB ইন্টারনাল স্টোরেজ থাকেব আর এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এছাড়া এই ডিভাইসে 3000mAhয়ের ব্যাটারি থাকবে আর আসা করা হচ্ছে যে টার্বো চার্জিং সাপোর্ট করবে এই ফোনটি।
Moto G6 Play স্মার্টফোনটিতে 5.7ইঞ্চির ডিসপ্লে থাকবে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9 হবে। আর এই ডিভাইসের ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে আর এতে পাতলা বেজেলসও থাকবে। আর এই ডুয়াল সিম স্মার্টফোনটিও অ্যান্ড্রয়েড 8.0 ওরিওতে কাজ করবে। আর এই স্মার্টফোনটিতে 1.4GHz অক্টা-কোর 64বিট স্ন্যাপড্র্যাগন 430(MSM8937) প্রসেসার আর 2GB র্যাম থাকেব। আর আমরা এই ফএন্র অপ্টিক্সের বিষয়ে যদি কথা বলি তবে এই ডিভাইসে 13মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা থাকবে। আর এই দুটি ক্যামেরার সঙ্গে LED ফ্ল্যাশ থাকবে। আর এছাড়া এই ডিভাইসে 16GB ইন্টারনাল স্টোরেজ আর 4000mAhয়ের ব্যাটারি থাকবে। আর এর স্টোরেজকে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যেতে পারে।
Moto G6 স্পেশালি অ্যামাজনে কিনতে পাওয়া যাবে। আর Moto G6 Play ফ্লিপকার্টে এক্সক্লিউশিভ ভাবে পাওয়া যাবে।